শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

প্রতিটি ক্লাব পাচ্ছে ‘জাতীয় পুলের’ ৩

| প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০১৬-১৭ আসরের খেলা মাঠে গড়ানোর কথা রয়েছে ৭ই এপ্রিল থেকে। তার আগে দল সাজানোর জন্য ‘প্লেয়ার্স ট্রান্সফারে’ দু’দিনের সময় পাবে অংশগ্রহণকারী দলগুলো। টুর্নামেন্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দু’দিনব্যাপী ‘প্লেয়ার্স ট্রান্সফার’ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত হবে চলতি মার্চ মাসের ১৭ ও ১৮ তারিখ।
এবারের প্লেয়ার্স ট্রান্সফারে প্রতিটি দল তিনজন করে জাতীয় দলের ক্রিকেটারকে দলে ভিড়ানোর সুযোগ পাবে। এজন্য ইতোমধ্যে, ১৯ ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করে ‘জাতীয় পুল’ তৈরি করেছে টুর্নামেন্ট কতৃপক্ষ। পরবর্তীতে একজন বিদেশি ক্রিকেটারের অন্তর্ভুক্তির বিষয়টি সাংবাদিকদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও নিশ্চিত করেছেন। ক্রিকেটারদের আবেদনের পরিপ্রেক্ষিতে আসন্ন ডিপিএলে প্লেয়ার্স বাই চয়েজ প্রক্রিয়ার বদলে ফ্র্যাঞ্চাইজিদের সাথে সমঝোতার মাধ্যমে দল নির্বাচনের সুযোগ পাচ্ছে ক্রিকেটাররা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন