শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

যুক্তরাষ্ট্রকে ছাড়াই টিপিপি চুক্তি রক্ষার চেষ্টা এশীয় দেশগুলোর

| প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : বুধবার ট্রান্স-প্যাসিফিক চুক্তির অনুরূপ একটি চুক্তি বাস্তবায়নে সম্মত হয়েছেন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৩টি দেশের মন্ত্রীরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশীয় স্বার্থ রক্ষায় টিপিপি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহারের পর চুক্তিটি ভেস্তে যায়। চলিতে দুই দিনব্যাপী বৈঠকে অংশগ্রহণ করেন টিপিপিভুক্ত ১১টি দেশ, চীন ও দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় কর্মকর্তারা। বাতিল হয়ে যাওয়া টিপিপির পরিবর্তে ঠিক কোন ধরনের চুক্তি করা হবে, সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা দেয়া হয়নি। তবে কর্মকর্তারা এটা নিশ্চিত করেন, টিপিপি চুক্তি বাস্তবায়নে যে দীর্ঘ আলোচনা হয়েছে, তা বিফলে যেতে দেবেন না। প্রশান্ত মহাসাগরের তীরবর্তী পর্যটন শহর ভিনা দেল মার শহরে বৈঠকটির আয়োজন করেন চিলির পররাষ্ট্রমন্ত্রী হেরালদো মুনোজ। তিনি বলেন, বিশ্বের কিছু অংশে যখন সংরক্ষণবাদ মাথা চাড়া দিয়ে উঠছে, তখন অর্থনীতিতে নিশ্চয়তা বৃদ্ধির লক্ষ্যে এ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী লুইস ভিদেগারে জানান, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে মেক্সিকো। তবে নির্দিষ্ট করে দেশগুলোর নাম জানাননি তিনি। ভিদেগারে বলেন, টিপিপির গুরুত্বপূর্ণ একটি সদস্য দেশ চুক্তি থেকে নাম প্রত্যাহার করে অন্যদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছে। চুক্তিটিতে টিপিপির মতো অথবা এর চেয়ে উন্নততর শর্তাবলি থাকতে হবে। দ্বিতীয়ত অল্প সময়ের মধ্যে নতুন চুক্তি চূড়ান্ত করতে হবে। বৈঠকে চীনের পক্ষ থেকে অংশগ্রহণ করেন দেশটির লাতিন আমেরিকা-বিষয়ক প্রতিনিধি ইন হেনজিমিন। বৈঠকে চিলিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্যারোল পেরেজও অংশগ্রহণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন