শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

ব্রেক্সিটের প্রভাব পড়েছে রফতানি খাতে

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের রফতানি খাতে। যুক্তরাজ্যে বাংলাদেশের মাছ ও তৈরি পোশাকের বড় বাজার রয়েছে। ব্রেক্সিট গণভোটের প্রভাবে এ দুই খাতেই দেশের রফতানি আয় কমতে দেখা গেছে। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সাম্প্রতিক পরিসংখ্যানে এ চিত্র ফুঠে উঠেছে। ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের (২০১৬-১৭) প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) যুক্তরাজ্যের বাজারে বিভিন্ন পণ্য রফতানি বাবদ দেশের মোট আয় হয়েছে ২২৯ কোটি ৩১ লাখ ৫২ হাজার ডলার। গত অর্থবছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ২৪৬ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার। এ হিসাবে আলোচ্য সময়ে যুক্তরাজ্য থেকে মোট রফতানি আয় বছরওয়ারি কমেছে ৬ দশমিক ৯৫ শতাংশ। প্রতি বছর বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাছ যুক্তরাজ্যে রফতানি হয়। জুলাই-ফেব্রুয়ারি মেয়াদে এ বাজারে মাছ রফতানি বাবদ দেশের আয় হয়েছে ৬ কোটি ৩৬ লাখ ৬৬ হাজার ডলার (প্রায় ৫০০ কোটি টাকা)। গত অর্থবছরের একই সময়ে এ খাতে আয় ছিল ৭ কোটি ২২ লাখ ১১ হাজার ডলার বা ৫৬৩ কোটি টাকা। সে হিসাবে অর্থবছরের প্রথম আট মাসে যুক্তরাজ্যে মাছ রফতানি বাবদ বাংলাদেশের আয় কমেছে ১১ দশমিক ৮ শতাংশ। মাছের মতো যুক্তরাজ্যে পোশাক রফতানি বাবদ আয়ও কমেছে। প্রথম আট মাসে এ খাত থেকে আয় হয়েছে ২২৭ কোটি ২৮ লাখ ১০ হাজার ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৭ শতাংশ কম। ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি মেয়াদে এ আয় ছিল ২১১ কোটি ৬০ লাখ ৩০ হাজার ডলার। খাত ও রফতানি-সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত চ‚ড়ান্ত হওয়ার পর থেকে যুক্তরাজ্যের মুদ্রা দুর্বল হতে শুরু করেছে। এর প্রভাবে দেশটিতে আমদানি খরচ বৃদ্ধি পেয়েছে। ব্রিটিশ আমদানিকারকদের এখন অতিরিক্ত অর্থ খরচ করতে হচ্ছে, যার প্রভাবে এখন অনেকেই আমদানি কমিয়ে দিয়েছেন। ব্রিটেনের আমদানিতে পতন ও মুদ্রা অবমূল্যায়নের কারণে সে দেশে পণ্য সরবরাহকারী দেশগুলোর আয় কমেছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন