বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বৃহন্নলা চুরি করা গল্প দিয়ে তৈরি!

প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৪ ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। এবার সেরা সিনেমা নির্বাচিত হয়েছে মুরাদ পারভেজের বৃহন্নলা। সেরা কাহিনীকার ও সংলাপ রচয়িতা হিসেবেও দুটি বিভাগে পুরস্কার জিতেছেন মুরাদ পারভেজ। তবে তার এ সিনেমাটি নিয়ে চলচ্চিত্রাঙ্গণে সমালোচনা হচ্ছে। অনেকে দাবি করছেন এ সিনেমাটির গল্প চুরি করা। বেশ কজন নির্মাতা দাবি করেছেন, সিনেমাটির কাহিনী সৈয়দ মুস্তফা সিরাজের গল্প গাছটা বলেছিল থেকে নেয়া। তার পরিবারে সদস্যদের অনুমতি ছাড়াই গল্পটা ব্যবহার করা হয়েছে। বিষয়টি নিয়ে মুস্তফা সিরাজের পরিবারের পক্ষ থেকে বেশ কবার অভিযোগ করা হয়েছে। গতবছর টাইমস অব ইন্ডিয়ায় দেয়া এক সাক্ষাতকারে সৈয়দ মুস্তফা সিরাজের পুত্র অভিজিৎ সিরাজ অভিযোগ করেছেন, বাবার গল্প ব্যবহার করলেও ক্রেডিট লাইনে তার বাবার নাম দেয়া হয়নি। উপরন্তু সিনেমার পোস্টারে কাহিনীকার হিসেবে নিজের নাম জুড়ে দিয়েছেন মুরাদ পারভেজ। এদিকে সরকারি অনুদান নীতিমালার ২১ অনুচ্ছেদে বলা হয়েছে, দেশী/গল্প কাহিনীর ক্ষেত্রে সংশ্লিষ্ট লেখক/সংস্থা/প্রকাশকের লিখিত সম্মতি/অনুমতি নিতে হবে। বিদেশী গল্প বা কাহিনীর ক্ষেত্রে কপিরাইট আইনের আওতায় সংশ্লিষ্ট লেখক/সংস্থা/প্রকাশকের লিখিত অনুমতি নিতে হবে এবং সংশ্লিষ্ট কাগজপত্র দাখিল করতে হবে। ২৪নং অনুচ্ছেদে বলা হয়েছে অনুদানে নির্মিত চলচ্চিত্র মৌলিক নয় বলে প্রমাণিত হলে প্রযোজক অনুদান হিসেবে গৃহীত সমুদয় অর্থ ও সেবার মূল্য রাষ্ট্রীয় কোষাগারে প্রচলিত সুদসহ ফেরৎ দিতে বাধ্য থাকিবে- এ মর্মে একটি অঙ্গীকারপত্র প্রযোজ্য স্ট্যাম্প পেপারে আবেদনের সঙ্গে দিতে হবে। অবৈধ পন্থা অবলম্বন ও অনুদানের শর্ত লঙ্ঘনের ক্ষেত্রে সরকারসংশ্লিষ্ট নির্মাতা/অনুদান গ্রহণকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। চলচ্চিত্রের সংশ্লিষ্টরা প্রশ্ন তুলেছেন, সরকারি নীতিমালা অনুযায়ী পরিচালক/প্রযোজকের বিরুদ্ধে ২১ ও ২৪নং নীতিমালা প্রয়োগ করা হবে কি? যদি না করা হয়, তবে একটা চুরি করা গল্প নিয়ে নির্মিত সিনেমার জাতীয় পুরস্কার পাওয়া অবশ্যই নিন্দনীয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন