শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সিরিয়ায় হামলা চালিয়ে যাব : নেতানিয়াহু

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়ার মাটিতে হিজবুল্লাহর অবস্থানে বিমান হামলা চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। সিরিয়ার কয়েকটি স্থানে ইসরাইলের জঙ্গিবিমান বোমাবর্ষণ করার একদিন পর এ হুমকি দিলেন যুদ্ধবাজ নেতানিয়াহু। গত শুক্রবার ইসরাইলি জঙ্গিবিমানগুলো সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করে দেশটির পালমিরা শহরের কাছে কয়েকটি এলাকায় বোমাবর্ষণ করে। সিরিয়ার সেনাবাহিনী বলেছে, তারা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে একটি ইসরাইলি বিমান ভূপাতিত এবং আরেকটির ক্ষতি করতে পেরেছেন। গত শনিবার নেতানিয়াহু দাবি করেন, লেবাননের হিজবুল্লাহর একটি সমরাস্ত্র বহরের ওপর এ হামলা চালানো হয়েছে। তিনি বলেন, হিজবুল্লাহর হাতে অত্যাধুনিক অস্ত্র যাওয়ার খবর পেলে আমরা সে অস্ত্র তাদের হাতে পৌঁছানোর আগেই ধ্বংস করে দেব। ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী দম্ভ করে বলেন, ঠিক এ লক্ষ্যেই আমরা হামলা চালিয়েছি এবং ভবিষ্যতেও চালাব। তবে সিরিয়ার সেনাবাহিনী ইসরাইলি প্রধানমন্ত্রীর এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, ইসরাইলি জঙ্গিবিমানগুলো তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসকে সহযোগিতা করার লক্ষ্যে যে হামলা চালিয়েছিল তা ব্যর্থ হয়েছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ২০০০ ও ২০০৬ সালে ইসরাইলি আগ্রাসন থেকে লেবাননকে রক্ষা করেছে। সেই সঙ্গে সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠীগুলোকে দমনের কাজে দেশটির সেনাবাহিনীকে সহায়তা করেছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর এই ভূমিকা ফিলিস্তিন দখলদার ইসরাইলের কাছে পছন্দনীয় নয়। এ জন্য তেলআবিব যে কোনো মূল্যে এই প্রতিরোধ আন্দোলনকে নির্মূল করতে চায় কিন্তু হিজবুল্লাহ ঘোষণা দিয়ে রেখেছে, ইসরাইল ধ্বংস না হওয়া পর্যন্ত তাদের সশস্ত্র প্রতিরোধ আন্দোলন চলবে। পার্সটুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ওবাইদুল ইসলাম ২০ মার্চ, ২০১৭, ৯:৫৫ পিএম says : 0
এই হুমকির মানে হোল সিরিয়ার দাবী ইসরালী যুদ্ধ বিমান মিসাইল দিয়ে ধ্বংস করাটা সত্যি ।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন