মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১, ০৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মহানগর

ম্যানহোলে পড়ে মৃত্যু চার প্রকৌশলীর বিরুদ্ধে মামলা করার হাইকোর্টের নির্দেশ

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দায়িত্বে অবহেলার দায়ে ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমানসহ চার প্রকৌশলীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পল্টন থানার ওসিকে এই মামলা দায়ের করতে বলা হয়েছে। গতকাল (রোববার) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ এই আদেশ দেন। একইসঙ্গে এই ঘটনায় ইতোপূর্বে দায়ের করা প্রাথমিক তথ্য বিবরণীতে ভুল তথ্য সংযোজন করায় পল্টন থানার পরিদর্শক রফিকুল ইসলাম ও উপ-পরিদর্শক মহিবুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের তলবের পরিপ্রেক্ষিতে গতকাল ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ওয়াসার এমডি তাকসিম এ খান ও ডিসিসির প্রধান নির্বাহী খান মো. বেলাল উপস্থিত হয়ে ব্যাখ্যা দিলে তাদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয়া হয়। আর নিহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানে কি পদক্ষেপ নেয়া হয়েছে তা আদালতকে অবহিত করতে বিবাদীদের নির্দেশ দেয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন