শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

‘স্কটল্যান্ড নিয়ে আলোচনায় না বসলে ব্রিটেনের সাংবিধানিক কাঠামো ভেঙে পড়বে’

| প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে নতুন করে গণভোট আয়োজন নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী আলোচনা করতে না চাইলে ব্রিনেটের সাংবিধানিক কাঠামো ভেঙে পড়বে এবং তা আর মেরামত করা যাবে না বলে মন্তব্য করেছেন স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজেওন। যুক্তরাজ্য থেকে আলাদা হওয়া নিয়ে নতুন করে গণভোট আয়োজনের প্রস্তাব আগামীকাল বুধবার স্কটিশ পার্লামেন্টে অনুমোদন পাবে বলে আশা করছেন স্টারজেওন। যদিও ওই ভোট আয়োজন করতে ব্রিটিশ পার্লামেন্টের অনুমোদন লাগবে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আগেই স্বাধীনতা প্রশ্নে স্কটল্যান্ডে নতুন গণভোট আয়োজন করতে চান স্কটিশ মুখ্যমন্ত্রী। স্কটিশ পার্লামেন্টের অনুমতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী অনড় থাকলে ব্রিটেনের সাংবিধানিক কাঠামো ভেঙে পড়বে বলে হুঁশিয়ার করে দিয়ে স্টারজেওন বলেন, স্কটল্যান্ডের ভবিষ্যৎ স্কটল্যান্ডের হাতেই থাকবে।
গত বছর অনুষ্ঠিত ঐতিহাসিক গণভোটে ব্রেক্সিটের পক্ষে রায় দেয় যুক্তরাজ্যবাসী। কিন্তু আলাদাভাবে স্কটিশরা ইইউতে থেকে যাওয়ার পক্ষে রায় দিয়েছিল। ব্রেক্সিটের পরও স্কটল্যান্ডের ইউরোপীয় একক বাজারে থেকে যাওয়ার আহŸানে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে সাড়া দেননি বলে অভিযোগ স্টারজেওনের। স্টারজেওনকে গণভোট নিয়ে মে বলেন, যুক্তরাজ্য ব্রেক্সিট আলোচনা শুরুর প্রস্তুতি নিচ্ছে। (স্কটল্যান্ডের) স্বাধীনতা প্রশ্নে নতুন করে গণভোট আয়োজনের সময় এখন নয়। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন