রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সভাপতি মামুনুর রশীদ সাধারণ সম্পাদক ইরেশ যাকের

টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস এসোসিয়েশন নির্বাচন

| প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : উৎসবমুখর পরিবেশে গত রোববার টেলিভিশন অনুষ্ঠান প্রযোজকদের সংগঠন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হয়। রাজধানীর গুলশানের এমানুয়েলস ব্যাংকুয়েট হলে ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ১০টা নাগাদ ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন নাট্যজন মামুনুর রশিদ। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আরশাদ আদনান। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছিলেন ইরেশ যাকের। এছাড়া সহ-সভাপতি পদে জয়লাভ করেছেন মাহাবুবা শাহরিন তায়েব, মোহন খান ও সৈয়দ গাউসুল আযম শাওন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন সাজ্জাদ হোসেন দোদুল, সৈয়দ ইরফান উল্লাহ। সাংগঠনিক সম্পাদক পদে মুনতাসির মামুন সাজু। প্রচার ও প্রকাশনা-বিষয়ক সম্পাদক হয়েছেন মো. জাহাঙ্গীর আলম। ইরেশ যাকের ছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন অর্থ সম্পাদক পদে অনক আলী হোসেন শহীদি। আইন বিষয়ক সম্পাদক তারেক মিন্টু, ক্রীড়া ও সংস্কৃতি-বিষয়ক সম্পাদক মীর ফখরুদ্দীন ছোটন, আর্কাইভ-বিষয়ক সম্পাদক এ কে আজাদ, আন্তর্জাতিক বিষয়ক-সম্পাদক আইনুল ইসলাম চৌধুরী (চঞ্চল), শিক্ষা ও গবেষণা-বিষয়ক সম্পাদক জহির আহমেদ, সমাজ কল্যাণ-বিষয়ক স¤পাদক মো. বোরহান খান। কার্য নির্বাহী প্রার্থী হিসেবে রয়েছেন আর এইচ সোহেল, এফ জামান তাপস, খন্দকার লতিফুর রহমান, বাবুল আহমেদ, মাহফুজ আহমেদ, আশরাফুল আলম বাবলু, রফিকুল্লাহ সেলিম, সাদেক সিদ্দিকী, সৈয়দ আকরাম হোসেন, স্বপন সিদ্দিকী। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন প্রবীণ নাট্যজন হাসান ইমাম। সহযোগী হিসেবে মান্নান হীরা ও এস এম মহসীন দায়িত্ব পালন করেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২১৫ জন। এরমধ্যে ১৯৮টি ভোট পড়েছে। নির্বাচিত কমিটি ২০১৭-১৯ দুই বছর মেয়াদে সংগঠনটি পরিচালনা করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন