বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

নির্বাচন কমিশন ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

নির্বাচন কমিশন বাংলাদেশ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড-এর তথ্য উপাত্ত যাচাইবিষয়ক দ্বিপাক্ষিক চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। নির্বাচন কমিশন বাংলাদেশ-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো: সালেহ উদ্দিন ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো: আলী-এর উপস্থিতিতে নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এর পরিচালক (অপারেশনস) সৈয়দ মোহাম্মদ মুসা ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত এ সংক্রান্ত চুক্তিস্বাক্ষর করেন। এসময় অন্যান্যদের মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: মোস্তাফা খায়ের, এজেন্ট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং ইউনিটের ইনচার্জ আলী নাহিদ খান, মার্কেটিং এন্ড ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান আজম খানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি


পপুলার লাইফ ইসলামীর তাকাফুল বীমার চেক হস্তান্তর
কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদতা ঃ পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি. ইসলামী তাকাফুল প্রকল্প কাপ্তাই শাখার গ্রাহকের মৃত্যুদাবির চেক গত শনিবার বিকেল ৪টায় চিৎমরম বাজার অফিস কার্যালয় কাপ্তাই শাখার ইনচার্জ দিদারুল ইসলামের  সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন কাপ্তাই উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও বর্তমান  উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম তাকাফুল ইন্স্যুরেন্স কো.লি.-এর অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. বেলাল উদ্দিন, সিনিয়র জেনারেল ম্যানেজার মো. হামিদ হেসাইন, চিৎমর বাজার চৌধুরী ক্যজমং চৌধুরী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংসুছাইন মারমা, ডিজিএম কবির হোসেন, তোফাজ্জল হোসেনসহ প্রমুখ। আইরিন আক্তারের নমিনি মহি উদ্দিন বাদল মৃত্যুদাবি চেক গ্রহণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন