বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পশ্চিম সুন্দরবন সংলগ্ন উপকূলীয় বেড়িবাঁধে ফাটল, আতঙ্কিত এলাকাবাসী

| প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

রবিউল ইসলাম, কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকে : সাতক্ষীরা পঞ্চিম সুন্দরবন সংলগ্ন বুড়ীগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামে চুনা নদীর ওয়াপদার বেড়িবাঁধ ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। এঅবস্থায় আতঙ্কিতভাবে বসবাস করছে সুন্দরবন উপকূলীয় অঞ্চলের মানুষ। ৫নং পোল্ডারের ১৬৫০ ফুট মারাত্মক ফাটল দেখা দিয়েছে। বেড়িবাঁধ দ্রুত স্থায়ীভাবে সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা না হলে বেড়িবাঁধ ভেঙে নদীর পানিতে শ্যামনগর, কালিগঞ্জ, আশাশনী তিন উপজেলার মানুষের জানমালের ব্যাপক ক্ষতির সম্ভাবনা। দাতিনাখালী ৫নং পোল্ডারের ১০০ ফুট বেড়িবাঁধ মারাত্মক ফাটল ধরেছে। সুন্দরবন অঞ্চল বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক আওয়ামী লীগ নেতা ভবতোস কুমার ম-ল দৈনিক ইনকিলাবকে জানান, পাউবোর ৫নং পোল্ডারে ইতিপূর্বে সরকারি বেসরকারিভাবে আনুমানিক কোটি টাকার ঊর্ধেŸ খরচ করেও বেড়িবাঁধ রক্ষা করা হয়নি। তিনি আরো বলেন, অপরিকল্পিত পদক্ষেপের কারণে বেড়িবাঁধ রক্ষার সমুদয় টাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এলাকার প্রবীণ ব্যক্তিরা জানান, ভাঙনকূলে কয়েকটা নাইন্টি বসিয়ে পানি সরবরাহ করায় নদী ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। সম্প্রতি ভাঙন কূলে নাইন্টি পাইপ উঠানোর বিষয়ে এলাকাবাসী স্থানীয় জাতীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দার বরাবর অভিযোগ করলে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের এসডিকে নির্দেশ দেন। অথচ এখনো পর্যন্ত ঐ এলাকায় নাইন্টির মাধ্যমে পানি সরবরাহ অব্যাহত রয়েছে। এমপি এসএম জগলুল হায়দার, জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মো. মনজুর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। কিছুদিন পূর্বে বেড়িবাঁধ ফাটল স্থানে পানি উন্নয়নের বোর্ডের পক্ষ থেকে ভাঙনকূলে সামান্য কিছু মাটি ফেলে কিছুটা বিপদ কাটলেও তার পাশ দিয়ে আবার বেড়িবাঁধ ফাটল ধরেছে। সাবেক চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম জানান, ঐ ভাঙনকূলে ১৫-২০ বছর যাবত শ্যামনগর পানি উন্নয়ন বোর্ড বাঁধ রক্ষার কাজ করে আসছে, কিন্তু স্থায়ীভাবে বাঁধ রক্ষার কাজ করা হয়নি। এব্যাপারে শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের এসও জাফর রানা জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি ঊর্ধŸতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। তাছাড়া বেসরকারি এনজিও জায়কার পক্ষ থেকে ঐ এলাকা পরিদর্শন করেছে। তারা শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের ৫নং পোল্ডারের নদী ভাঙন রোধে স্থায়ীভাবে কাজ করার আশ্বাস প্রদান করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন