শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নির্মাণ প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করল মেক্সিকো

| প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো সীমান্তে যে দেয়াল নির্মাণ করতে যাচ্ছেন তাতে কাজ করার ব্যাপারে স্থানীয় নির্মাণ প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছে মেক্সিকো। মেক্সিকোর অর্থমন্ত্রী নির্মাণ প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে বলেন, আপনারা চাইলে এই সীমান্ত প্রাচীর বানাতে পারেন। এতে আমরা কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করছি না। তবে আমার বিশ্বাস, আপনারদের প্রতিষ্ঠানের খ্যাতি এবং সম্মানের কথা বিবেচনা করে নিজেদের স্বার্থে অবশ্যই এই সীমান্ত প্রাচীর বানাতে এগিয়ে আসবেন না। তিনি আরো বলেন, যদিও আমরা কোনো আইনি নিষেধাজ্ঞা আরোপ করছি না, তবুও বলে রাখি, মেক্সিকো এবং মেক্সিকান ভোক্তারা দেশের প্রতি অনুগত নয় এমন প্রতিষ্ঠানগুলোকে কীভাবে মূল্যায়ন করবে তা তারা ভালো করেই জানে। যদিও লাভের কথা চিন্তা করে কিছু মেক্সিকান প্রতিষ্ঠান এই সীমান্ত প্রাচীর নির্মাণে রাজি হয়েছে, অধিকাংশ মেক্সিকান নাগরিকই এই প্রস্তাবের বিপক্ষে। উল্লেখ্য, বিশ্বের অন্যতম সিমেন্ট প্রস্তুতকারক সিমেক্স জানায়, তারা সীমান্ত প্রাচীরের জন্যে সিমেন্ট এবং কাঁচামাল দেবে। দ্য ইন্ডিপেনডেন্ট।
ক্যালিফোর্নিয়ার তিন ডেমোক্রেটিক আইনপ্রণেতার সতর্কতা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন