শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে এজেন্ট ব্যাংকিং

| প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে এজেন্ট ব্যাংকিং। তৃতীয়পক্ষের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ভূমিকা রাখছে এজেন্ট ব্যাংকিং ব্যবস্থা। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা যায়, দেশে এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের ৫ লাখ ৪৪ হাজার গ্রাহক হিসাব খুলেছেন। এরমধ্যে নারীদের হিসাব সংখ্যা ১ লাখ ৫৯ হাজার। এজেন্ট ব্যাংকিং হিসাবে স্থিতির পরিমাণ ৩৮১ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায়, এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে মোট জমা হওয়া অর্থের মধ্যে ১৮৬ কোটি ৩১ লাখ তথা ৪৯ শতাংশ রয়েছে ডাচ্-বাংলায়। মোট অ্যাকাউন্টের ৩ লাখ ৬৮ হাজারটি বা ৬৮ শতাংশ রয়েছে ব্যাংকটিতে। সারাদেশের ২ হাজার ৬০১ আউটলেটের ১ হাজার ৮১টিই এই প্রতিষ্ঠানের। সার্বিক বিবেচনায় এজেন্ট ব্যাংকিংয়ে প্রথম অবস্থানে রয়েছে ডাচ্-বাংলা ব্যাংক। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্যাংক এশিয়া। এদের রয়েছে মোট স্থিতির ১০৬ কোটি টাকা। ব্যাংকটির এজেন্ট অ্যাকাউন্ট রয়েছে ১ লাখ ৩০ হাজারটি। আউটলেট রয়েছে ১ হাজার ১৫০টি। তৃতীয় অবস্থানে আল-আরাফা ইসলামী ব্যাংক। এরা ৬৫টি আউটলেট নিয়ে কার্যক্রম করছে। এদের হিসাব রয়েছে ৩০ হাজার ৫৬৪টি। এসব হিসাবে জমার পরিমাণ দাঁড়িয়েছে ৮০ কোটি ২৪ লাখ টাকা। এছাড়া মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ৩ কোটি ৪৭ লাখ, স্ট্যান্ডার্ড ব্যাংকে ২ কোটি ২৯ লাখ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে এক কোটি, সোস্যাল ইসলামী ব্যাংকে ৬০ লাখ, মধুমতি ব্যাংকে ৪৭ লাখ, অগ্রণী ব্যাংকে ৪০ লাখ এবং এনআরবি কমার্শিয়াল ব্যাংকে জমার পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ লাখ টাকা। এজেন্ট আউটলেটের মাধ্যমে রেমিট্যান্স বিতরণে এগিয়ে আছে ব্যাংক এশিয়া। এজেন্টের মাধ্যমে বিতরণ হওয়া ৩০৯ কোটি টাকার মধ্যে ব্যাংক এশিয়ার মাধ্যমে হয়েছে ২০৫ কোটি টাকা। আল-আরাফা ইসলামী ব্যাংকের মাধ্যমে ৫৯ কোটি টাকা এবং ডাচ্-বাংলার মাধ্যমে হয়েছে ৪২ কোটি টাকা। বাকি অর্থ বিতরণ করেছে অন্য ব্যাংকগুলো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন