শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

সউদির কর্মক্ষেত্রে নারীর অংশ গ্রহণ বেড়েছে

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : সউদি আরবে বেসরকারি চাকরির বাজারে নারীদের অংশগ্রহণ ১৪৫ শতাংশ বেড়েছে। ২০১৬ সালের তৃতীয় প্রান্তিকে জেনারেল অর্গানাইজেশন ফর সোশাল ইন্স্যুরেন্স (জিওএসআই)-এ ৪ লাখ ৯৬ হাজার ৪০০ জন নারী নিবন্ধিত হয়েছেন। ২০১২ সালে এই সংখ্যা ছিল ২ লাখ ৩ হাজার ৮৮ জন। জিওএসআই-এর পরিসংখ্যান অনুযায়ী ২০১২ সালে বেসরকারি চাকরি বাজারে সৌদি নারীদের প্রতিনিধিত্ব ছিল ১২ শতাংশ। ২০১৬ সালের শেষ নাগাদ যা বেড়ে ৩০ শতাংশে দাঁড়ায়। সৌদি আরবের প্রায় ৪০ শতাংশ চাকরি বাজার রিয়াদে। কর্মসংস্থানের ক্ষেত্রে এরপরের স্থান মক্কা প্রদেশে। তৃতীয় অবস্থানে আছে পূর্বাঞ্চলীয় প্রদেশ জাযান। আরব নিউজের খবর অনুসারে ২০১৬ সালের শেষ নাগাদ সৌদি আরবে বেকার নারীর সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৬০০ তে পৌঁছেছে, যা দেশের মোট বেকারত্বের ৩৪ দশমিক ৫ শতাংশ। দেশটির বেকারত্বের মোট হার ১২ দশমিক ১ শতাংশ। সৌদি সরকার ২০২০ সাল নাগাদ নারী কর্মীর হার ২৩ শতাংশ থেকে বৃদ্ধি করে ২৮ শতাংশে উন্নীত ও বেকারত্বের হার নয় শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন