শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মহাকাশে দ্বিতীয় স্টেশন স্থাপন করবে চীন

প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কক্ষপথে দ্বিতীয় মহাকাশ স্টেশন স্থাপনের পরিকল্পনা করছে চীন। মহাকাশ বিজ্ঞানীসহ স্টেশনটি চলতি বছরের যেকোনো সময় স্থাপন করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। রাষ্ট্রীয় চায়না মেনড স্পেস এজেন্সি জানায়, তিয়ানগঙ ২ স্পেস ল্যাব নামে মহাকাশ স্টেশনটি চলতি বছরের জুনের পর যেকোনো সময় যাত্রা শুরু করবে। পরবর্তীতে এর সঙ্গে যুক্ত হবে শেনজু ১১ মহাকাশযান। এরপর আগামী বছর তিয়ানজু ১ কার্গো শিপ তিয়ানগঙ ২-এর সঙ্গে যুক্ত হবে, যা জ্বালানি ও প্রয়োজনীয় জিনিস সরবরাহ করবে। ২০১১ সালে প্রথম মহাকাশ স্টেশন তিয়ানগঙ ১ পাঠায় চীন। ২০২২ সাল নাগাদ কক্ষপথে স্থায়ী মহাকাশ স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে। এছাড়া চলতি বছর মহাকাশে অন্তত ২০টি মিশনেরও পরিকল্পনা রয়েছে মহাকাশ গবেষণায় উদীয়মান শক্তির দেশটির। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন