বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কয়েকশত মানুষ খোলা আকাশের নিচে চট্টগ্রামে অগ্নিকান্ডে শতাধিক বসতঘর ভস্মীভূত

| প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নগরীর মুরাদপুরে এক অগ্নিকান্ডে শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে কয়েকশত মানুষ। গতকাল (মঙ্গলবার) বেলা ১১টায় রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ওই কলোনীর টিনের তৈরী প্রায় একশত ঘর পুড়ে যায়। কলোনীর বাসিন্দাদের বেশিরভাগই স্বল্প আয়ের কর্মজীবী মানুষ। অগ্নিকান্ডের সময় বেশিরভাগ বাসিন্দা ছিল ঘরের বাইরে। আর এ কারণে ঘরের কোনোকিছুই তারা আগুন থেকে রক্ষা করতে পারেনি। কাপড় চোপড়, চাল-ডাল থেকে শুরু করে আসবাবপত্র, টাকা-পয়সা সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে বেলা সাড়ে ১১টায় দমকল বাহিনীর চারটি ইউনিট থেকে নয়টি গাড়ি প্রায় দেড় ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, অগ্নিকান্ডে বহু কক্ষবিশিষ্ট ৮০টি টিনের ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডে সহায়-সম্বল হারিয়ে আহাজারি করছে সেখানকার বাসিন্দারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন