শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

তদারকি জোরদার তবুও থামছে না ভেজাল

| প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : ভেজাল ঠেকাতে ভোক্তা অধিদফতর বাজার অভিযান জোরদার করেছে। তবুও থামছে না ভেজাল। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দেশকে ভেজাল মুক্ত করতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলাতে বাজার অভিযান পরিচালনা করেছে। এ সময় বিভিন্ন অপরাধে ৬৩ প্রতিষ্ঠানকে ২ লাখ ৯৭ হাজার টাকা জরিমানা করেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়, বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয়ের ১৭ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগর, মানিকগঞ্জ, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় মঙ্গলবার এ বাজার তদারকি করা হয়। ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আফরোজা রহমানের নেতৃত্বে ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকাসহ বিভিন্ন অপরাধে দি ওর ব্রেড কনফেকশনারিকে ১২ হাজার টাকা এবং প্রত্যাশা ও ক্যাফে কলাপাতা রেস্টুরেন্টকে যথাক্রমে ২০ হাজার ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বাজার অভিযানে বিভিন্ন অপরাধে ৬০ প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়, বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয়ের ১৪ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগর, কিশোরগঞ্জ, শেরপুর, গোপালগঞ্জ, জামালপুর, নারায়ণগঞ্জ, রাজশাহী, নড়াইল, সুনামগঞ্জ, কুমিল্লা, চুয়াডাঙ্গা, হবিগঞ্জ, গাইবান্ধা, সাতক্ষীরায় গতকাল এ বাজার তদারকি করা হয়। ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনীর নেতৃত্বে ঢাকা মহানগরীর পল্লবী থানা এলাকায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে ঐতিহ্যবাহী পুরান ঢাকার ফাস্ট ফুডকে পাঁচ হাজার হাজার টাকা, ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে আকন্দ মেডিসিন কর্নারকে পাঁচ হাজার টাকা, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির অপরাধে মৌবন সুইটসকে ৪০ হাজার টাকা এবং পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে ভাগ্যকুল বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ ছাড়া কিশোরগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ১৩ হাজার, শেরপুরে দুই প্রতিষ্ঠানকে তিন হাজার, গোপালগঞ্জে এক প্রতিষ্ঠানকে তিন হাজার, জামালপুরে দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার ও নারায়ণগঞ্জে দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন