বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তানের

প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রথমবারের মতো ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘রাদ’ নামের এই ক্ষেপণাস্ত্রটি বিমান থেকে ভূমিতে ও সমুদ্রে নিক্ষেপ করা যাবে। ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি খুবই জটিল। শুধুমাত্র বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশের কাছে এই প্রযুক্তি রয়েছে। পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার পরীক্ষা করা ‘রাদ’ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৩৫০ কিলোমিটার এবং অত্যন্ত উন্নত প্রযুক্তি ব্যবহার করায় নিখুঁতভাবে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এটি আঘাত হানতে পারবে। আরও জানানো হয়, ‘রাদ’ ক্ষেপণাস্ত্র ভূপৃষ্ঠের খুব কাছ দিয়ে উড়ে যেতে পারে এবং শত্রুর রাডার ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হওয়ায় পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেইন ও প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ প্রকল্পের সঙ্গে জড়িত বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। কলকাতা টোয়েন্টি ফোর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন