বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ফুলেল শুভেচ্ছায় সিক্ত রানী হামিদ-রাকিব

| প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : দাবা বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে দেশের মান বাড়িয়েছেন বাংলাদেশের দুই দাবাড়ু গ্র্যান্ডমাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব ও আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। তিনদিন আগে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত বিশ্বকাপ ও বিশ্ব মহিলা দাবার জোনাল চ্যাম্পিয়ন হয়ে এ কৃতিত্ব অর্জন করেছেন রাণী হামিদ ও রাকিব। দেশের বাইরে দু’জনেরই জোনাল চ্যাম্পিয়ন হওয়া এই প্রথম। কাঠমান্ডু জয় করে গতকাল দুপুরে ঢাকায় ফিরে এসেছে বাংলাদেশ দাবা দল। ১৪ সদস্যের দলটি যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখলো তখন সবার নজর গিয়ে পড়ল রাণী হামিদ ও রাকিবের উপর। দাবা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে দেশের মান বাড়ানোয় বিমানবন্দরেই রাণী হামিদ ও রাকিবসহ পুরো দলকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছে বাংলাদেশ দাবা ফেডারেশন। এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি কে এম শহিদউল্যা, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীমসহ অন্য কর্মকর্তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন