বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

৩৮তম জাতীয় সাইক্লিং শুরু

| প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে শুরু হয়েছে ৩৮তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা। গতকাল সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী প্রতিযোগিতা উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি। এসময় বিশেষ অতিথি ছিলেন উপমন্ত্রী আরিফ খান জয় এমপি। আরও উপস্থিত ছিলেন সাইক্লিং ফেডারেশনের সভাপতি মিজানুর রহমান মানু ও সাধারণ সম্পাদক পারভেজ হাসান। প্রথম দিনে পুরুষদের ৪০ কিলোমিটার মাস স্ট্যার্টে ইভেন্টে ১ ঘণ্টা ৩৯.২৯ মিনিট সময় নিয়ে প্রথম হন বিজেএমসির মো. স্বপন আলম। মেয়েদের ১২ কিলোমিটার মাস স্ট্যার্টে ৩২ মিনিট ৩১ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন আর্মি সাইক্লিং দলের শিল্পী খাতুন। পুরুষদের এলিমিনেশন রেসে নড়াইলের মো. জাহিদুল এবং এই ইভেন্টের মহিলা বিভাগে বাংলাদেশ আনসারের চিংবাই মারমা প্রথমস্থান পান। পুরুষ দলগত ১২০০ মিটার অলিম্পিক স্প্রিন্টে প্রথম হন বিজেএমসির মুক্তাদির আল হাসান, স্বপন আলম, ইয়াসিন হোসেন, রনি মাসুদ রানা। তারা সময় নেন ১ মিনিট ৪৪.৩৯ সেকেন্ড। প্রতিযোগিতার উদ্বোধনী দিন কাল ১০ ইভেন্টের খেলা হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে পাঁচটির হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন