শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ডিএসইতে ফের লেনদেন বাড়লো

প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ফের লেনদেন বেড়েছে। তবে গতকাল লেনদেন বাড়লেও সব ধরনের সূচক আগের দিনের চেয়ে কমেছে। ডিএসইতে গতকাল৩১৬ টি কো¤পানির ১৩ কোটি ৪ লাখ ৫০ হাজার ৩১৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৪৬২ কোটি ৯২ লাখ ৭৬ হাজার ৮৯৭ টাকার। যা আগের দিনের চেয়ে ৩৮ কোটি ৫৯ লাখ টাকা বেশি।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৪.৮৮ পয়েন্ট কমে ৪৫১১.৯৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৪.৮০ পয়েন্ট কমে ১৭২২.৮৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ৮.৪৬৯ কমে ১০৯৯.৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩১৬টি কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৮৯টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো: লঙ্কাবাংলা ফাইন্যান্স, অরিয়ন ফার্মা, ইফাদ অটোস, সিঙ্গার বিডি, বিএসআরএম লিঃ, সিএমসি কামাল, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিকো ফার্মা, জাহিন স্পিনিং ও কাশেম ড্রাইসেল। দরবৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো: ওয়াটা কেমিক্যাল, অরিয়ন ফার্মা, লঙ্কাবাংলা ফাইন্যান্স, জাহিন স্পিনিং, সায়হাম কটন, ইউনাইটেড ইন্সুঃ, বিএসআরএম লিঃ, অরিয়ন ইনফিউশন, ফারইস্ট লাইফ ও প্রাইম লাইফ। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো: আরএকে সিরামিকস, এলআর গ্লোবাল মি. ফা.-১, লিব্রা ইনফিউশন, আইটিসি, ডেফোডিল কম্পিউটার, অলিম্পিক এক্সেসরিজ, সিনোবাংলা ইন্ডাঃ, কাশেম ড্রাইসেল, ইস্টার্ন লুব্রিকেন্টস ও কেডিএস এক্সেরিজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন