মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ক্রিকেটারদের শরীরী ভাষার পরিবর্তনে সন্তুষ্ট কোচ

| প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় শ্রীলংকা সফরে ৬ নম্বরে ওঠার সুসংবাদ দিতে পারছে না মাশরাফিরা। ইতোমধ্যে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে
বাংলাদেশের র‌্যাঙ্কিং পয়েন্ট ২ বেড়ে গেছে, ৯১ থেকে এখন র‌্যাঙ্কিং পয়েন্ট বাংলাদেশের ৯৩। সিরিজের শেষ ম্যাচ জিতলে আরো ২টি র‌্যাঙ্কিং পয়েন্ট যোগ হবে বাংলাদেশের। তবে র‌্যাঙ্কিং পয়েন্ট ভাবাচ্ছে না বাংলাদেশ কোচ হাতুরুসিংহেকে। আগামীকাল ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ জিতে শ্রীলংকার মাটি থেকে প্রথমবারের মতো ট্রফি নিয়ে আসবে বাংলাদেশ দল, সেই ট্রফিতেই চোখ এখন হাতুরুসিংহেরÑ ‘র‌্যাংকিং নিয়ে মোটেও ভাবছি না। পরের ম্যাচটি জিততে মুখিয়ে আছি। যদি আমরা জিততে পারি, তাহলে র‌্যাংকিংয়ে আমাদের এমনিতেই উন্নতি হবে। প্রক্রিয়াগুলো যদি ঠিকঠাক মতো অনুসরণ করতে পারি, তাহলে আমি আত্মবিশ্বাসী। দেশের মাটিতে শ্রীলংকা সব সময়ই শক্তিশালী দল। সিরিজে একটি ম্যাচও জেতেনি ওরা, এ রকম পরিস্থিতিতে সর্বশেষ কবে পড়েছে শ্রীলংকা, তা মনে করতে পারছি না। অন্যদিকে ভালো অবস্থানে আছি। এখান থেকে অন্তত: সিরিজ হারছি না। শেষ ম্যাচে আমাদের সেরাটা খেলতে হবে।’
গল টেস্টে হারের পর যেখানে ক্রিকেটারদের আত্মবিশ্বাসে চিড় ধরার কথা, সেখানে অন্য এক বাংলাদেশ দল হাজির। পি সারা ওভালে শততম টেস্ট জিতে, জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে। শততম টেস্ট জয়ের নেপথ্যে ক্রিকেটারদের একটি সভাকে অন্যতম কারণ হিসেবে দেখছেন তামীম। গল টেস্টে হারের পর বাংলাদেশ দলের বদলে যাওয়ার পেছনে নিজের দর্শনের সঙ্গে বাংলাদেশ ক্রিকেটারদের শরীরি ভাষার লক্ষ্যনীয় পরিবর্তনে সন্তুষ্ট বাংলাদেশ কোচÑ ‘জিতলে সবকিছুই দেখতে ভালো লাগে। গল টেস্টে হারের পর ছেলেদের শরীরি ভাষায় পরিবর্তন দেখতে পেয়েছি। গল টেস্ট হেরে যাওয়ার পর ওরা নিজেরা বসেছিল, তাতে খুব ভালো সাড়া দিয়েছে। আমি নিজেও প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে কথা বলেছি। তাতেই পরিবর্তন দেখতে পাচ্ছি।’
সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শ্রীলংকার ৩শ’ প্লাস স্কোরের পরও বাংলাদেশ দলের পরির্বন চোখে পড়েছেÑ ‘গত ওয়ানডেতে প্রথম ১০ ওভারের পর একটু আলস্য ভাব ছিল, তারপরও প্রচÐ গরমের মধ্যেও ভালো করেছে।’ বাংলাদেশ ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিয়ে গত পৌনে তিন বছরে ৬টি ওয়ানডে সিরিজের ট্রফিতে রেখেছেন হাত এই শ্রীলংকান। পাকিস্তানকে ৩-০তে হোয়াইট ওয়াশ ছাড়াও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় দল ভারতও দ.আফ্রিকাকে ২-১ এ ওয়ানডে সিরিজ হারিয়ে দেয়ার গর্ব আছে তার কোচিং নির্ভর দলের। তবে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৯০ রানের জয়কে তার কোচিং ক্যারিয়ারের সেরা প্রাপ্তি বলে মনে করছেন হাতুরুসিংহেÑ ‘প্রথম ওয়ানডেতে দারুণ খেলেছে দল। আমার কোচিংয়ে বেশ ক’টি ভাল টিম পারফরম্যান্স আছে। তবে এ সিরিজের প্রথম ম্যাচটি আমার চোখে অন্যতম সেরা টিম পারফরমেন্স। ব্যাটিং গ্রæপ হিসেবে সে ম্যাচে ব্যাটিংটা অন্যতম সেরা। ৫০ ওভারের ম্যাচ কিংবা ২০ ওভারের ফরম্যাটের ম্যাচে শেষ বল পর্যন্ত উপরের ৭ ব্যাটসম্যানের অন্তত: একজন উইকেটে থাকুক এটাই চাই। প্রথম ম্যাচে সেটাই হয়েছে। আমার গেম প্লান সফল হয়েছে। ওটাই ছিল আমাদের যথার্থ ব্যাটিং।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন