শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জঙ্গিবাদ ঠেকাতে ব্রিটেন ওয়েবসাইট খুলছে

প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রিটনে মুসলিম কিশোর তরুণদের মধ্যে জঙ্গিবাদের বিস্তার ঠেকাতে সরকার একটি ওয়েবসাইট চালু করেছে। জঙ্গিবাদের প্রতি কিশোর তরুণরা আকৃষ্ট হচ্ছে কিনা তা বোঝার জন্য স্কুল এবং অভিভাবকদের জন্য নানা পরামর্শ থাকবে সেখানে। ব্রিটেনের বহু স্কুলে মুসলিম ছাত্র-ছাত্রীর সংখ্যা উখেযোগ্য হারে আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। যাহোক, এই ওয়েবসাইটে নানা ধরনের নির্দেশিকা থাকবে যাতে জঙ্গিবাদের বিস্তার ঠেকানো যাবে। কর্তৃপক্ষ জঙ্গিবাদের ইঙ্গিত পেলে কি করতে হবে সে সম্পর্কেও পরামর্শ দেবে ওই সাইটে।’এডুকেট এগেইনস্ট হেট’ অর্থাৎ ঘৃণার বিরুদ্ধে শিক্ষা নামে এই সাইট চালুর ঘোষণা আসবে লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত বেথনাল গ্রিন এলাকার একটি স্কুল থেকে।
বেথনাল গ্রিন একাডেমী নামে এই স্কুল থেকেই গত বছর তিনজন মুসলিম শিক্ষার্থী সিরিয়ায় আইএসে যোগ দিতে পালিয়ে যায়। ওই তিন কিশোরীর দুজনই ছিল বাংলাদেশি বংশোদ্ভূত। বৃটিশ শিক্ষা মন্ত্রী সিকি মর্গান বিবিসিকে বলেছেন, কট্টর মনোভাব যাতে নিরপরাধ মনকে কলুষিত করতে না পারে সে লক্ষ্যেই এই পদক্ষেপ। মন্ত্রী বলেন, স্কুলে “বিতর্ক নিষিদ্ধ করছি না অথবা কিশোর তরুণদের সুতো দিয়ে পেঁচিয়ে ফেলছি না, কিন্তু যারা স্কুল কলেজের ক্যাম্পাসে কট্টরপন্থার আদর্শ ছড়ায় তাদের ঠেকাতেই হবে। ব্রিটেনের শিশুদের সুরক্ষায় নিয়োজিত শীর্ষ প্রতিষ্ঠান এনএসপিসিসি’র কর্মকর্তা পিটার ওয়ানলেস বলছেন, প্রতিদিন অনেক উদ্বিগ্ন বাবা-বা এবং এমনকি শিশুরাও কট্টরপন্থার হুমকি নিয়ে তাদের সাথে যোগাযোগ করছেন। স্কুল কলেজে বোরকা পরা নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা, বিবিসির এই প্রশ্নে শিক্ষামন্ত্রী নিকি মর্গান বলেন, কে কি পরবে, তা নিয়ে সরকার মাথা ঘামাবে না। শিক্ষা প্রতিষ্ঠানে ড্রেস কোড সংশ্লিষ্ট স্কুল কলেজের এখতিয়ার। তবে মন্ত্রী বলেন, যথাযথ অনুমোদন ছাড়া ধর্ম শিক্ষার কোনো প্রতিষ্ঠান চলতে দেয়া হবে না। ব্রিটেন থেকে কয়েকশ মুসলিম তরুণ তরুণী তথাকথিত ইসলামিক স্টেটে যোগ দিতে সিরিয়ায় চলে গেছে। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন