শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

শতবর্ষী মসজিদ সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ

| প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় জেলায় অবস্থিত ১শ’৩০ বছরের পুরানো লাবসা মসজিদ পুরাকীর্তি হিসেবে সংরক্ষণ করার জন্য নির্দেশনা দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। ফলে মসজিদের পাশে কোনো স্থাপনা নির্মাণ করতে হলে প্রত্নতত্ত্ব আইন মেনে মহাপরিচালকের অনুমতি সাপেক্ষে দুরত্ব বজায় রেখে তা করা যাবে। গতকাল রোববার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেন। আদালতে রিট আবেদনের পক্ষের শুনানি করেন মনজিল মোরসেদ। ওই মসজিদের পাশে স্থাপনা নির্মাণের উদ্যোগ নিলে স্থানীয় বাসিন্দা ড. মাহমুদা খাতুন হাইকোর্টে রিট করেন।২০১১ সালের ১২ ডিসেম্বর হাইকোর্ট স্থাপনা নির্মাণে স্থিতাবস্থা দিয়ে রুল জারি করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন