শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

সরকার মাছ প্রক্রিয়াজাতকরণে ভর্তুকি দেবে

| প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : রপ্তানীমুখী মাছ প্রক্রিয়াজাতকরণে নগদ সহায়তাসহ ভর্তুকি দিচ্ছে সরকার। চলতি মূলধন ঋণের সুদাসলের ৩০ শতাংশ ব্লক হিসাবে স্থানান্তর করে আগামী ৮ বছর ৩ শতাংশ হারে এই ভর্তুকি দেওয়া হবে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকসহ সংশ্লিষ্ট ১৪টি ব্যাংকে পাঠিয়েছে। নির্দেশনায় বলা হয়, হিমায়িত চিংড়িসহ রপ্তানিমুখী মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানার চলতি মূলধন ঋণের সুদাসলের ৩০ শতাংশ বøক অ্যাকাউন্টে স্থানান্তর করে ১ বছরের কিস্তি মওকুফ সুবিধা দেওয়া হবে। যা পরে ৮ বছর ত্রৈমাসিক কিস্তিতে পরিশোধের সুযোগ পাবেন গ্রাহক। এরই মধ্যে সৃষ্ট সুদবাহী ব্লক ঋণের দায় এ সুবিধার আওতায় পরিশোধ করা যাবে। এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট কারখানাগুলোকে দেওয়া চলতি মুলধন ঋণের বিপরীতে বিদ্যমান সুরে ওপর সরকার ৩ শতাংশ হারে ভর্তুকি দেবে। রপ্তানিকারী কারখানা অবশিষ্ট সুদ বহন করবে। চলতি মূলধন ঘাটতিতে প্রক্রিয়াকরণ কারখানাগুলো চরম সংকটের মধ্যে সময় পার করছে। অনেক কারখানা বন্ধের উপক্রম হয়েছে। যা কাটিয়ে উঠতে তারল্য সংকট দূরীকরণে সরকারের পদক্ষেপ চেয়ে চিঠি দেয় বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টাস অ্যাসোসিয়েশন। এরই পরিপ্রেক্ষিতে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাব মেকাবেলায় অর্থ মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান ব্যাংক ও আর্থিক বিভাগের উপসচিব মো. ফিরোজ উদ্দিন খলিফা। নির্দেশনায় আরও বলা হয়, নতুন এ আর্থিক সুবিধায় উদ্যোক্তারা তারল্য সংকট কাটাতে সক্ষম হবে। একই সঙ্গে ঋণের অর্জিত সুদের মধ্যে সরকার প্রদেয় অংশের ব্যয়ভার বছরে প্র্য়া ৯.৪৪ কোটি টাকা হারে ৮ বছরে আনুমানিক ৭৫.৪৯ কোটি টাকা হবে; যা বাজেটে সংরক্ষিত প্রণোদনা প্যাকেজ হতে দেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন