শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

ব্যক্তিগত ঋণের সীমা বেড়েছে ১০ লাখ টাকা

| প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : ক্রেডিট কার্ড ও ব্যক্তিগত ঋণের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ক্রেডিট কার্ডে জামানত ছাড়া ও জামানতসহ দুই পর্যায়েই ঋণের সীমা বেড়েছে আগের তুলনায় ৫ লাখ টাকা। আর ব্যক্তিগত ঋণের সীমা জামানত ছাড়া বেড়েছে দুই লাখ টাকা। আর জামানতসহ ব্যক্তিগত ঋণের সীমা বেড়েছে আরও ১০ লাখ টাকা। গত সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন নিয়মে ক্রেডিট কার্ডের বিপরীতে ব্যাংকগুলো কোনো ধরনের জামানত ছাড়াই সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দিতে পারবে। আর সহজে নগদ করা যায় এমন জামানত থাকলে ক্রেডিট কার্ডের বিপরীতে সর্বোচ্চ ২৫ লাখ টাকা ঋণ দেওয়া যাবে। আগে এর পরিমাণ ছিল যথাক্রমে সর্বোচ্চ ৫ লাখ টাকা এবং সর্বোচ্চ ২০ লাখ টাকা। ব্যক্তিগত ঋণে ক্ষেত্রে জামানতবিহীন ঋণসীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে। আর জামানতসহ ব্যক্তিগত ঋণ সীমা ১০ লাখ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২০ লাখ টাকা। তবে এই ধরনের ঋণের পরিমাণ যেনো ব্যাংকের মোট ঋণ লক্ষ্যমাত্রকে ছাড়িয়ে না যায় সে দিকেও ব্যাংকগুলোকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে ও প্রজ্ঞাপনে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন