বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্বাস্থ্য

শ্বেতী রোগের সার্জারি মিনি পাঞ্চ গ্রাফটিং

প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

আগে মানুষ ভাবতো-শ্বেতী ভাল হয় না। মানুষ শ্বেতীর কথা শুনলেই আঁতকে উঠতো। বর্তমানে সে ধারণাটির বিলুপ্তি ঘটেছে। এর মূল চাবিকাঠি হলো কসমেটিক সার্জারি মিনি-পাঞ্চ গ্রাফটিং।

শ্বেতী রোগ : এটি হলো ত্বকে দুধের মতো সাদা একটি রোগ। যার কারণ আজো জানা যায়নি। তবে ৩০-৩৫% ক্ষেত্রে পারিবারিক ইতিহাস আছে।
ল্যাব পরীক্ষা : শ্বেতী রোগের সকল চিকিৎসা ল্যাব- পরীক্ষার উপর নির্ভরশীল । যেমন :
উডস ল্যাম্প পরীক্ষা রক্ত, প্র¯্রাব ও মলের রুটিন পরীক্ষা, রক্তের সুগার, ভিডি আর এল টেস্ট, এইচ বিএস এজি এবং রক্তের বিশেষ হরমোন এনালাইসিস, ইত্যাদি
মিনি-পাঞ্চ গ্রাফটিং : এটি হলো একটি কসমেটিক অপারেশন যেটি স্থিতিশীল শ্বেতীরোগের চিকিৎসার এক সকল পদ্ধতি। আক্রান্ত জায়গা থেকে ২ (দুই) মিনিঃ পাঞ্চ দিয়ে গোলাকার সুষম ত্বক অবসারণ করে অত্যন্ত সু-নিপুণ প্রক্রিয়ার অন্য কোন সুস্থ ত্বক হতে একই আকৃতির গোলাকার সুষম ত্বক গ্রাফটিং করে এটি সম্পাদন করা হয়।
উপসংহার : কসমেটিক অপারেশনটি অবশ্যই একজন অভিজ্ঞ ত্বক বিশেষজ্ঞ ও কসমেটিক সার্জনের মাধ্যমে করতে হবে। এটি প্রায় শতভাগ সফল। সারাবিশ্বে এটি ভাল সাড়া জাগিয়েছে। তাই আর দেরী নয় আসুন সার্জারটি গ্রহণ করুন এবং অন্যকেও গ্রহণ করতে বলুন।
ষ ডা: এ.কে.এম. মাহমুদুল হক খায়ের
ত্বক, যৌন, সেক্স ও এলার্জি বিশেষজ্ঞ
এবং কসমেটিক সার্জন।
সিনিয়র কনসালটেন্ট বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা।
ফোন : ০২৯৩৪২৮৭৬, ০১৭১৯২১৯৪২৯।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন