শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

গ্রিক সীমান্তে কাঁটাতারের বেড়া ভাঙছে শরণার্থীরা

প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মেসিডোনিয়া-গ্রিস সীমান্তে স্টিলের পিলার দিয়ে কাঁটাতারের বেড়া উপড়ে প্রবেশের চেষ্টা চালাচ্ছে শরণার্থীর। দলে দলে আসা শরণার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুড়েছে মেসিডোনিয়ার পুলিশ। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সংবাদদাতারা জানায়, শরণার্থীরা সীমান্তে রেললাইনের উপর কাঁটাতার ঘেরা ধাতব ফটক উপড়ে ফেলে সীমান্ত অতিক্রম করার চেষ্টা চালায়। এ সময় মেসিডোনিয়ার পুলিশ তাদের দিকে বেশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাসের সেল নিক্ষেপ করে। এতে অন্তত দুইজন আহত হয়েছে। গত সোমবার ইদোমেনি সীমান্তে এ ঘটনা ঘটে। সেখানে প্রায় আট হাজার শরণার্থী জড়ো হয়েছিল, যাদের অধিকাংশই সিরিয়া ও ইরাকের নাগরিক। এদিন ভোরের দিকে গুঞ্জন ছড়ায়, মেসিডোনিয়ার সরকার সীমান্ত খুলে দিয়েছে। এ খবর শুনে শরণার্থীরা সীমান্তে সমবেত হতে শুরু করে। গত সপ্তাহ থেকে অন্তত ২২ হাজার শরণার্থী গ্রিসে আটকা পড়ে আছে। তারা মধ্য বা উত্তর ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছে। কিন্তু বলকান করিডোর আটকে দেওয়ায় তারা সীমান্ত অতিক্রম করতে পারছে না। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন