বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতে বন্দুকযুদ্ধে ৮ মাওবাদী বিদ্রোহী নিহত

প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের মধ্যাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় গতকাল পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন আট বিদ্রোহী নিহত হয়েছে। দেশে দীর্ঘদিন ধরে চলা মাওবাদী বিচ্ছিন্নতাবাদের ক্ষেত্রে এটি ছিল সর্বশেষ হামলার ঘটনা। স্থানীয় এক সিনিয়র কর্মকর্তা একথা জানান।
গতকাল ভোরে ছত্তিশগড় ও তেলেঙ্গানা রাজ্যের সীমান্ত এলাকায় পুলিশ অস্ত্র সজ্জিত মাওবাদী গ্রুপকে লক্ষ্যকরে হামলা চালালে সেখানে ভয়াবহ বন্দুকযুদ্ধ শুরু হয়। ছত্তিশগড়ের সুকমা জেলার পুলিশ প্রধান ডি. শ্রাবন কুমার বলেন, ‘এ ঘটনায় আমরা আট মাওবাদীর নিহত হওয়ার খবর পেয়েছি। তবে সেখানে এখনো বন্দুকযুদ্ধ চলছে এবং আমরা এখন পর্যন্ত লাশগুলো উদ্ধার করতে পারিনি।’ উল্লেখ্য, সুকমা জেলার কাছেই এ হামলার ঘটনা ঘটে।
গভীর জঙ্গলে বিদ্রোহীরা অবস্থান করছে গোপন সূত্রে এমন খবর পাওয়ার পর ছত্তিশগড় ও তেলেঙ্গানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। রাজ্যের সীমান্ত অতিক্রম করতে প্রায়ই বিদ্রোহীরা এ পথ ব্যবহার করে থাকে। উল্লেখ্য, ১৯৬০’র দশকে ভারতে মাওবাদী বিচ্ছিন্নতা শুরু হয়। সূত্র : এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন