শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

প্রধান দুই দলেই অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্য রূপ নিচ্ছে

প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা : পাবনার চাটমোহর উপজেলার ১১ ইউনিয়ন পরিষদে নির্বাচন উত্তাপ শুরু হয়েছে। প্রধান দু’দলেই চলছে হিসাব নিকাশ। আগামী ২৩ এপ্রিল ৫টি ও ৪ জুন ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান পদে বড় দু’দলেই একাধিক প্রার্থী মনোনয়নের জন্য মাঠ চষে বেড়াচ্ছেন। চলছে গ্রুপিং-লবিং। নেতাদের কাছে ধর্না দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। দু’দলেরই অভ্যন্তরীণ কোন্দল দৃশ্যমান হয়ে উঠছে। নির্বাচনী উত্তাপ ক্রমশঃ ছড়াচ্ছে পড়ায় পড়ায়। এবারেই প্রথম ইউপি নির্বাচনে দলীয় প্রতীক নৌকা এবং ধানের শীষ নিয়ে নির্বাচন। এই প্রতীক পাওয়ার জন্য প্রতিটি ইউনিয়নের আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য প্রার্থীরা স্থানীয় নেতা এমনকি সংশ্লিষ্ট জাতীয় সংসদ সদস্যদের কাছে দেন-দরবার করছেন। প্রতিনিয়ত ইউপি চেয়ারম্যান সম্ভাব্য প্রার্থীরা প্রতিটি নেতার বাড়ি গিয়ে নিজ নিজ অবস্থান ব্যাখ্যা করছেন। তাদের বিগত দিনগুলোর সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগত ইমেজের বিষয়গুলি তুলে ধরছেন। সবাই নিজ নিজ অবস্থান থেকে নিজের প্রার্থিতা সুদৃঢ় করার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দলীয় প্রতীক পেতে মরিয়া হয়ে উঠেছে প্রার্থীরা। দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদের নির্বাচনে নিজেকে জয়যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করছেন। অনেকে আবার প্রার্থিতা নিশ্চিত করতে অন্যে দ্বারস্থও হচ্ছেন বলে শোনা যাচ্ছে। তবে সাধারণ ভোটারদের অভিমত ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থী বাছাই ভুল করলে শুধু প্রতীকে প্রার্থীর জয় নিশ্চিত হবে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন