বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কসবায় দু’পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে একজন নিহত, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৭, ২:২৬ পিএম

সোমবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দু’পক্ষের সংঘর্ষে রহিছ মিয়া (৫৫) নামে একজন নিহত হয়েছে। এসময় উভয়পক্ষের কমপক্ষে ১০জন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিমবাড়ি এলাকার হাজী জমশেদ মিয়ার গোষ্ঠী ও একই এলাকার সুজন মিয়ার গোষ্ঠীর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গতকাল সকাল ১০টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় রামদা, বল্লম, দাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০জন আহত হয়। এদের মধ্যে টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সুজন মিয়া গোষ্ঠীর রহিছ মিয়াকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। এছাড়া অন্য আহতদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যর্থ হলে ২৫ রাউন্ড রাবার বুলেট ও বেশ কয়েক রাউন্ড কাদানো গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।



 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন