শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

কুমিল্লা দক্ষিণ জেলায় ৪ দিনে ৪টি শিশু হত্যা

প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

লাকসাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : কুমিল্লা দক্ষিণ জেলায় ৪ দিনে ৪টি শিশু হত্যার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এলাকায় শিশুদের অভিভাবকগণ দুশ্চিন্তায় ভুগছেন। গতকাল মঙ্গলবার সকালে মনোহরগঞ্জ উপজেলায় রিয়াদ হোসেন নামে ৯ বছরের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজারের পূর্বপাশে রাজের গড় স্থানে ওই শিশুর লাশ দেখতে পায় এলাকাবাসী। নিহত শিশু রিয়াদ উপজেলা সদরের দিশাবন্দ পশ্চিমপাড়া এলাকার রেস্টুরেন্ট কর্মচারী খোকন মিয়ার ছেলে। সে স্থানীয় দিশাবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র। শিশুটির পিতা খোকন মিয়া বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শিশুটির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, কুমিল্লা জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল, কুমিল্লা র‌্যাব-১১ এএসপি মং মেথাই মার্মা। জেলা প্রশাসক নিহতের পরিবারকে ১০ হাজার টাকা অনুদান দেন।
লাকসাম উপজেলার চুনাতি গ্রাম থেকে হাত-পা বাধা অবস্থায় আগেরদিন সোমবার সোহাগ নামে ৮ বছরের এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে লাকসাম থানা পুলিশ। সে মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ও চুনাতি গ্রামের মোস্তফা মিয়ার ছেলে। সোহাগ হত্যার ঘটনায় রমজান আলী রাজু নামে একজনকে আটক করেছে পুলিশ।
এর এক দিন আগে শনিবার বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢুলিপাড়া গ্রামের আবুল কালামের ২ শিশুপুত্র মেহেদী হাসান জয় (৭) এবং মেজবাউল হক মনিকে (৫) পারিবারিক কলহের জের ধরে তারই সহোদর ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্র শফিউল আলম ছোটন শ্বাসরোধে গত্যা করে। এ ব্যাপারে শিশু দু’টির মা রেখা বেগম বাদী হয়ে সদর দক্ষিন থানায় ছোটনকে একমাত্র আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করে। ডিবি পুলিশ ঢাকার মালিবাগ থেকে গতকাল মঙ্গলবার ছোটনকে গ্রেফতার করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন