শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

পরিবেশ দূষণে লম্বা হবে নাকের চুল?

প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পরিবেশ দূষণ সম্পর্কে চীনের জনগণকে সচেতন করতে পরিবেশবাদীরা এক অভিনব কায়দা বের করেছে। তারা একটি ভিডিও চিত্র তৈরি করেছে যার নাম ‘হেইরি নোজ’ বা রোমশ নাক। এতে দেখানো হয়েছে যে ভবিষ্যতে বায়ূ দূষণ এমনই প্রকট আকার ধারণ করবে যে এর থেকে বাঁচতে মানুষের নাকের চুল এমনিতেই লম্বা হয়ে যাবে। এই ভিডিওর মূলবার্তা হলো, পরিবেশ রক্ষার স্বার্থে মানুষ যদি নিজেকে না বদলায় তাহলে প্রকৃতিই তাকে বদলাতে বাধ্য করবে।
ওয়াইল্ড এইড নামের এই পরিবেশবাদী সংগঠনের কর্মকর্তা মে মি বিবিসিকে বলেন, ‘আমরা হাস্যরসের মধ্য দিয়ে পরিবেশ সংরক্ষণের মত গুরুতর ইস্যুতে মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি।’
‘হেইরি নোজ’ ছবিতে দেখানো হয়েছে, চীনে হাল ফ্যাশনের পোশাক পড়া লোকজন হাঁটাচলা করছেন। কিন্তু তাদের সবার নাকের চুল লম্বা। সেগুলো দিয়ে রীতিমতো বেণীও তৈরি করা হয়েছে। কারণ চীনের বাতাস পুতিগন্ধময় এবং ধূলিপূর্ণ। ছবিতে একটি পরিবারকে দেখানো হয়েছে যার শিশুর নাকের লোমও বেশ লম্বা। মিস মে বলছেন, তারা চান পরিবেশ প্রশ্নে জনগণ যেন সরকারের মুখের দিকে তাকিয়ে না থাকেন। তারা নিজেরাই যেন উদ্যোগী হন। বেইজিং এবং সাংহাই-এর দূষণ নিয়ে মানুষের অনেক অভিযোগ। কিন্তু তারা জানেন না যে ঠিক কী করতে হবে।’ -সূত্র : বিবিসি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন