বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

লভ্যাংশের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিল আইসিবি

| প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাষ্ট্রীয় কোষাগারে ৫১ কোটি ২৫ লাখ ৭৮ হাজার ১৪০ টাকা জমা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
সচিবালয়ে গত বুধবার আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইফতেখার উজ জামান মন্ত্রীর কাছে চেক হস্তান্তর করেন। এসময় অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান, অর্থ বিভাগের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনসুর রহমান, অতিরিক্ত সচিব ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা যায়, আইসিবির মোট শেয়ারের ২৭ শতাংশ রয়েছে সরকারের হাতে। ১০ টাকা অভিহিত মূল্যের মোট ১৭ কোটি ৮ লাখ ৫৯ হাজার ৩৮০টি শেয়ার রয়েছে। ৩০% লভ্যাংশ নগদ লভ্যাংশের হিসেবে কোম্পানি রাষ্ট্রীয় কোষাগারে ৫১ কোটি ২৫ লাখ ৭৮ হাজার ১৪০ টাকা জমা দিয়েছে। এর আগে কোম্পানির ৪০তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা এই নগদ লভ্যাংশের অনুমোদন দেয়।
কোম্পানি ২০১৫-১৬ অর্থবছরের আইসিবির মোট শেয়ারের বিপরীতে ১৮৯ কোটি ৮৪ লাখ ৩৭ হাজার ৫০০ টাকার লভ্যাংশ প্রদান করেছে। -ওয়েবসাইট

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন