ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : আখাউড়া স্থলবন্দর দিয়ে গতকাল সোমবার সকালে একটি শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট টিম ভারতে গেছে। ভারতের প্যারা ¯েপার্টস ফাউন্ডেশন নামে আরেকটি প্রতিবন্ধী ক্রিকেট দলের সঙ্গে ৩ ম্যাচের একটি ক্রিকেট সিরিজ খেলবে তারা। আগামী ১৫ এপ্রিল দলটি দেশে ফিরে আসবে। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন ড্রিম ফর ডিজ-অ্যাবিলিটি ফাউন্ডেশন দলটি তৈরি করেছে। প্রতিবন্ধী ক্রিকেট টিমের অধিনায়ক মো: হাবিব মোল্লা বলেন, দেশের বিভিন্ন জেলার ১৫ জনকে নিয়ে গত ছয় মাস আগে একটি ক্রিকেট দল তৈরি করা হয়। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার ৬জন খেলোয়ার রয়েছে। খেলার অনুশীলন নিয়ে তারা অনেক পরিশ্রম করেছি। আশা করি তিনটি ম্যাচ জিতে দেশের সুনাম বয়ে আনতে পারব।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন