বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুয়েতে বিশ্ব কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা হাফেজ সাইফুর রহমান ত্বকীর ঢাকা ত্যাগ

| প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : কুয়েতে অনুষ্ঠিত বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগীতায় অংশ নিতে গতকাল সোমবার সকালে গালফ এয়ারের একটি ফ্লাইটে কুয়েত গেছেন হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী কর্তৃক পরিচালিত যাত্রাবাড়ীস্থ হিফজ মাদরাসা মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনালের ছাত্র হাফেজ সাইফুর রহমান ত্বকী। সে ধর্মমন্ত্রণালয়ের অধিনে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে অনুষ্ঠিত কুয়েত আন্তর্জাতিক হিফজ প্রতিযোগীতার বাংলাদেশ প্রতিনিধি বাচাই পরিক্ষায় অংশগ্রহণকারী সকল হাফেজদের পরাজিত করে ১ম স্থান অর্জন করেন। উল্লেখ্য একাধিকবার জাতীয় পুরস্কার ছাড়াও সে এনটিভিতে প্রচারিত পিএইচপি কুরআনের আলো হিফজ প্রতিযোগীতায় ২০১৪ সালে ৩০ হাজার হাফেজদেরকে পিছনে পেলে প্রথম হয়েছিল। এছাড়াও ২০১৭ সালে অত্র মাদরাসা থেকে ১৯ এপ্রিল ইরান যাচ্ছে অন্ধ হাফেজ আ. করিম এবং রমজানে দুবাই ও জর্ডানে যাচ্ছে যথাক্রমে হাফেজ ত্বরিকুল ইসলাম ও ফারহান হাবিব আওলাদ। ইতিপূর্বে অত্র মাদরাসার ছাত্ররা সউদী আরবে ৭ বার , মিশরে ৩ বার, আলজেরিয়া ২ বার, লিবিয়া ১ বার, ইরানে ৫ বার, কুয়েতে ১ বার, কাতারে ১ বার, গাম্বিয়ায় ১ বার, বাহরাইনে ১ বার, দুবাই ২ বার ও জর্ডানে ৪ বার বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য় স্থান অধিকার করে বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মানকে আরো উচ্চতায় নিয়ে গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
MD mostafig ১১ এপ্রিল, ২০১৭, ৯:২১ এএম says : 0
আল্লাহ এই হাফেজকে প্রথম করুন امين امين امين
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন