শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

২৩ এপ্রিল প্রিমিয়াম সিকিউরিটিজ মামলার রায়

| প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : আগামী ২৩ এপ্রিল প্রিমিয়াম সিকিউরিটিজ লিমিটেডের শেয়ার কেলেঙ্কারি মামলার রায় ঘোষণা হবে। সোমবার পুঁজিবাজার সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে গঠিত বিশেষ ট্রাইব্যুনালে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়েছে। এতে আসামী পক্ষের একাধিক আইনজীবী উপস্থিত থেকে যুক্তিতর্ক করেন। এ সময় সায়ীদ হোসেন চৌধুরীর পক্ষের আইনজীবীরা বলেন, বিএসইসির তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে শুধু ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যের ওপর ভিত্তি করে। এর জন্য কোনো ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী কিংবা আসামিদের কাছে যাওয়া হয়নি। এমনকি কোনো নোটিশও পাঠানো হয়নি আসামি কোম্পানির কাছে। কোনো সাক্ষী বলতে পারেনি যে অভিযুক্তরা এখানে অপরাধ করেছেন। মামলার আসামিরা হলেন- কোম্পানির চেয়ারম্যান ও র‌্যাংগস গ্রুপের কর্ণধার এম এ রউফ চৌধুরী, প্রিমিয়াম সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান, এইচআরসি গ্রুপের কর্ণধার সায়ীদ হোসেন চৌধুরী এবং অনু জায়গীদার। তবে মশিউর রহমান ও অনু জায়গীদার হাইকোর্ট থেকে মামলাকে চ্যালেঞ্জ করে স্থগিতাদেশ নেওয়ায় তাদের রায় হচ্ছে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন