শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

উপযুক্ত ক্ষতিপূরণের দাবি গার্মেন্টস দুর্ঘটনায়

| প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : ভয়াবহ স্পেকট্রাম দুর্ঘটনার এক যুগ পূর্ণ হয়েছে সোমবার। ২০০৫ সালের ১১ এপ্রিল আশুলিয়ার পলাশবাড়িতে স্পেকট্রাম ভবন ধসে ৬৩ জন শ্রমিক নিহত ও শতাধিক শ্রমিক আহত হন। ওই ঘটনায় ক্ষতিগ্রস্ততের লস অব আর্নিংয়ের ভিত্তিতে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো। সোমবার কারখানাটির দুর্ঘটনার এক যুগ পূর্ণ হওয়ার দিনে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে গ্রীন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন। ক্ষতিপূরণের পাশাপাশি মানববন্ধনে নেতারা ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রকাশ করা, নিরাপদ কর্মপরিবেশ তৈরি করার দাবিও তোলে। সংগঠনের সভাপতি সুলতানা বেগমের সভাপতিত্বে এ সময় শ্রমিক নেতারা বক্তব্য দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন