শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

কার্ডিফ স্কুলে বর্ণিল আয়োজনে নতুন বছরকে বরণ

| প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ‘মুছে যাক গ্ল্যানি, ঘুচে যাক জরা’ এই স্লোগানে রাজধানীর অন্যতম ইংরেজি মাধ্যম স্কুল কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা বাংলা নববর্ষকে বরণ করল তিন দিনব্যাপী বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে। ১১ এপ্রিল শুরু হওয়া এই আয়োজনে ছিল বাংলাদেশের নববর্ষ উদযাপন ও হালখাতা এবং বাংলা বর্ষপঞ্জির উপর আলোচনা অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী মেলা, বাংলার লোকজ সংস্কৃতি ভিত্তিক সাংস্কৃতিক আয়োজন। বাঙালির প্রাণের উৎসব ‘পহেলা বৈশাখের’ এই আয়োজনে সিআইএসডি স্কুলের প্রিন্সিপাল হেড অব স্কুল এ.এম.এম খাইরুল বাশার বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে বাংলা নববর্ষের সঠিক ইতিহাস সম্পর্কে ধারণা দেয়া এবং বাঙালি সংস্কৃতিকে আজীবন অন্তরে লালন করার জন্যই কার্ডিফ স্কুলের এধরনের আয়োজন। নতুন বছরকে স্বাগত জানিয়ে স্কুলের শিক্ষার্থীরা নাচ ও গান পরিবেশনা করে যা উপস্থিত অভিভাবকদের বিমোহিত করে। এছাড়া বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী পিঠাপুলিও পরিবেশন করা হয় এই আয়োজনে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন