বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা ১৯ এপ্রিল

| প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : এ বছরের জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির চ‚ড়ান্ত স্কোয়াড ঘোষণার জন্য আইসিসির বেঁধে দেয়া সময়সীমার মধ্যেই দল ঘোষণা করতে হচ্ছে বিসিবিকে। আগামী ১৯ এপ্রিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের চ‚ড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে নির্বাচকমন্ডলী। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু দিয়েছেন এ তথ্য। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে আয়ারল্যান্ডের ডাবলিনে ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টে বাংলাদেশকে অবতীর্র্ণ হতে হচ্ছে চ‚ড়ান্ত স্কোয়াডের সঙ্গে অতিরিক্ত ক’জন ক্রিকেটারের নামও দিতে হচ্ছে নির্বাচকদের। হাতুরুসিংহের ফর্মুলা মেনে গত বছর নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে অস্ট্রেলিয়ার কন্ডিশনিং ক্যাম্পে অতিরিক্ত ৮ ক্রিকেটার দলের সঙ্গে ঘুরে কাটানোর অতীত আছে বলেই দলের সঙ্গে বেশ ক’জন ক্রিকেটারকে এবার ইংল্যান্ডের সাসেক্সে কন্ডিশনিং ক্যাম্পে পাঠানো হতে পারে, এ শংকা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের অংশগ্রহণকারী ক্লাবসমূহের। আয়ারল্যান্ড সফর এবং চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে এমন কিছু করলে লীগ স্থগিত রাখার পক্ষে অবস্থান নিতে বাধ্য হবেন বেশ ক’জন ক্লাব অফিসিয়াল জানিয়ে দিয়েছেন।
কন্ডিশনিং ক্যাম্পের জন্য চতুর্থ রাউন্ডের পর প্রিমিয়ার ডিভিশন ক্লাবসমূহ পাচ্ছে না তারকা ক্রিকেটারদের। তা মেনে নিলেও অতিরিক্ত ক্রিকেটারদের নিয়ে কন্ডিশনিং ক্যাম্পের আইডিয়া মেনে নেবে না বলে একজোট যখন হচ্ছে ক্লাব অফিসিয়ালরা, তখন তাদেরকে আশ্বস্ত করার মতো খরব দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগেরর আকর্ষণে ভাটা ফেলার মতো কিছু করার পক্ষপাতী নন তিনি। ঘোষিত স্কোয়াডের বাইরে তাই বড়জোর তিন থেকে চার ক্রিকেটারকে কন্ডিশনিং ক্যাম্পের জন্য মনোনীত করার কথা ভাবছেন প্রধান নির্বাচক ‘যেহেতু আয়ারল্যান্ড সফর এবং চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্প আছে, তাই দলের সঙ্গে অতিরিক্ত ক্রিকেটার পাঠানো হচ্ছে। তবে সংখ্যাটি তিন-চারজনের বেশি হবে না। ক্লাবগুলোর কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
এদিকে আয়ারল্যান্ড সফর এবং চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে সাসেক্সে ১০ দিনের অনুশীলনে আগামী ২৬ এপ্রিল ক্রিকেটাররা ঢাকা ছেড়ে যাবে বলে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে চার রাউন্ডের বেশি খেলার সুযোগ পাচ্ছে না জাতীয় দলের ক্রিকেটাররা। তবে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে এই চার রাউন্ড দেখে দল গঠনের সুযোগ পাচ্ছেন না নির্বাচকরা। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের খেলা মাত্র দুই রাউন্ড দেখেই দল ঘোষণা করতে হচ্ছে নির্বাচকদের। দল ঘোষণার জন্য আজ নির্বাচকরা নিজেদের মধ্যে বসবেন। এই সভাতেই দল গঠনের বৈশিষ্ট্য নির্ধারণ করবেন তারা। তবে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে স্কোয়াডটি যে হুবহু এক থাকছে না, তা আগেভাগে জানিয়ে দিয়েছেন নান্নু ‘ইংল্যান্ডের কন্ডিশনে পারফর্ম করতে পারবে কারা, সেই বিষয়টি বিবেচনায় আনছি। যেহেতু ওখানে পেস বল ধরবে ভালো, তাই সিমিং কন্ডিশনের জন্য অপরিহার্য বোলারদের গুরুত্ব দিতে হচ্ছে।’
পরপর তিনটি ওয়ানডে সিরিজে খেলার সুযোগ থেকে বঞ্চিত থাকা পেস বোলার রুবেল হোসেন এবার আর উপেক্ষিত হচ্ছেন না, সে আভাস দিয়েছেন প্রধান নির্বাচক। প্রিমিয়ার ডিভিশনের প্রথম ম্যাচে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে দুর্দান্ত বোলিং পারফরমেন্স, সর্বশেষ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়ক রুবেল হোসেনকে অপরিহার্য রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষিত হবে। সঙ্গত কারণেই দলে স্পিনার সংখ্যা যাবে কমে এমন আভাসই দিয়েছেন নান্নু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন