মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নারীর ওপর পারিবারিক সহিংসতা বন্ধে চীনে আইন

প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পরিবারে নারীর ওপর নির্যাতন বন্ধে আইন করেছে চীন। ঐতিহ্যগতভাবে রক্ষণশীল দেশটিতে নিজের পরিবারে নারীদের নির্যাতনের শিকার হওয়াকে ঘরোয়া ব্যাপার হিসেবেই দেখা হয়। তবে নতুন এই আইনের প্রয়োগের মাধ্যমে চীনে পারিবারিক সহিংসতার হার কমবে বলে আশা করছে দেশটির কর্তৃপক্ষ। অল চায়না উমেনস ফেডারশনের হিসাব অনুযায়ী চীনের বিবাহিত নারীদের ২৫ শতাংশই গৃহ নির্যাতনের শিকার। তবে পর্যবেক্ষকদের ধারণা প্রকৃত হিসাব আরও বেশি। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এ ধরনের ঘটনা বাইরে প্রকাশ পায় না। সরকারি ঘোষণা অনুযায়ী, চীনে সব ধরনের পারিবারিক সহিংসতা নিষিদ্ধ। পারিবারিক সহিংসতার ক্ষেত্রে অভিযোগের ৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেয়ার বিধান থাকছে এই আইনে। তবে সমালোচকরা বলছেন, নারীর বিরুদ্ধে সহিংসতা রোধে শুধু এই আইনই যথেষ্ট নয়। কারণ নতুন আইনে বৈবাহিক ধর্ষণের বিরুদ্ধে কোনো কথা বলা হয়নি। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন