কর্পোরেট রিপোর্টার : বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম কিরগিজস্তান ও লুক্সেমবার্গের উদ্যোক্তাদের মাঝে বাংলাদেশের বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরার আহ্বান জানিয়েছেন। রোববার লুক্সেমবার্গে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল থিয়েরি রিসচ ও কিরগিজস্তানে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল তেমিরবেক এরকিনভের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। বিডার বোর্ড রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এ দেশগুলোতে বাংলাদেশের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। বিডার নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশের বিনিয়োগ বিকাশে বিডার অবদান এবং বিডার বর্তমান কর্মপরিধি এবং লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অনারারি কনসাল জেনারেলদ্বয়কে অবহিত করেন। বৈঠকে বিডার নির্বাহী সদস্য নভোস চন্দ্র মন্ডল, সচিব অজিত কুমার পাল, এফসিএ, পরিচালক তৌহিদুর রহমান খান, নওরীন আহসান, আরিফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন