কর্পোরেট রিপোর্টার : গত সপ্তাহজুড়ে দরপতনের কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। গত সপ্তাহে (৯ থেকে ১৩ এপ্রিল) তার আগের সপ্তাহের (২ থেকে ৬ এপ্রিল) চেয়ে পিই রেশিও কমেছে ১ দশমিক ৩৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, গত সপ্তাহ শেষে ডিএসইতে পিই রেশিও অবস্থান করে ১৬ দশমিক ২৩ পয়েন্টে। আগের সপ্তাহে ছিল ১৬ দশমিক ৪৫ পয়েন্ট। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও কমেছে দশমিক ২২ পয়েন্ট। বিশ্লেষকদের মতে, পিই রেশিও যত দিন ১৫ এর ঘরে থাকে তত দিন বিনিয়োগ নিরাপদ থাকে। সপ্তাহ শেষে খাতভিত্তিক ট্রেইলিং পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৯.৫ পয়েন্টে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন