শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পারভেজ রসুলের বোলিংয়ে হাসল গাজী গ্রুপ আল আমিনের সেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের বড় জয়

| প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : গতবার প্রিমিয়ার ডিভিশনে নির্ভরতা দিয়েছেন আল আমিন জুনিয়র ভিক্টোরিয়াকে। ১ সেঞ্চুরি,৭ ফিফটিতে আসরে চতুর্থ সর্বাধিক রান সংগ্রাহক (৬৭২) এবার ঠিকানা বদলে নির্ভরতা দিচ্ছেন প্রাইম ব্যাংককে। গতকাল লিস্ট ‘এ’ ক্রিকেটে তার দ্বিতীয় সেঞ্চুরিতে (৯৪ বলে ৯ চার ৩ ছক্কায় ১০৬ নট আউট ) ভর করে ৩০৭/৬ স্কোর পুঁজিকে খেলাঘরের বিপক্ষে ৫৯ রানের জয় উদযাপন করেছে প্রাইম ব্যাংক। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩৭তম ম্যাচে হাজারী ক্লাবের সদস্যপদ প্রাপ্তির দিনে বিকেএসপি থ্রি তে ছক্কা তিনটি মেরেছেন আল আমিন জুনিয়র রবি, সামছুল বাবু এবং রেজাউল করিমকে। ষষ্ঠ জুটিতে জাকিরকে নিয়ে ৭৩ বলে ৯৯ রানে দিয়েছেন নেতৃত্ব এই ডান হাতি মিডল অর্ডার। সøগের ৬০ বলে ১২০ যোগ করতে পেরেছে, যার মধ্যে শেষ ৩০ বলে প্রাইম ব্যাংকের স্কোরে যোগ হয়েছে ৭৩ রান শেষ বল পর্যন্ত আল আমিন অবিচ্ছিন্ন থাকায়। জাকির হাসানের ব্যাটিংটাও ছিল দেখার মতো (৩৮ বলে ৫ চার ২ ছক্কায় ৫০)। প্রাইম ব্যাংকের এটি টানা দ্বিতীয় জয়, খেলাঘরের দ্বিতীয় হার।
এদিকে ফতুল্লায় কাশ্মিরের অফ স্পিনার গোলাম রসুলের ভয়ঙ্কর ছোবলে (৪/২৮) ভিক্টোরিয়াকে ১৭৭ রানে অল আউট করে ১১২ বল হাতে রেখে ৮ উইকেটে জিতে আসরটিতে ফেভারিট হিসেবেই আত্মপ্রকাশ করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। এত বড় জয় সম্ভব হযেছে প্রথম উইকেট জুটির ১০১, দুই ওপেনার এনামুল বিজয় (৫০), জহুরুল অমি’র ফিফটি (৫২) এবং তৃতীয় জুটির অবিচ্ছিন্ন ৭৪ রানে। মোহামেডানের বিপক্ষে ম্যাচ উইনিং সেঞ্চুরিতে ফিনিশার চরিত্র মেলে ধরা নাসির এই ম্যাচেও ফিনিশার (৪১ নট আউট)। গাজী গ্রæপের দ্বিতীয় জয়ের বিপরীতে এটি ভিক্টোরিয়ার টানা দ্বিতীয় হার।

স ং ক্ষি প্ত স্কো র
ভিক্টোরিয়া-গাজী গ্রুপ
ভিক্টোরিয়া : ১৭৭/১০ (৪৮.৪ ওভার), শফিউল হায়াত ২৬, উত্তম সরকার ২৯, আলাউদ্দিন বাবু ২/৩১, আবু হায়দার রনি ২/১৯, পারভেজ রসুল ৪/২৮, নাসির ১/১৩।
গাজী গ্রæপ ক্রিকেটার্স : ১৮১/২ (৩১.২ ওভার), এনামুল বিজয় ৫০, জহুরুল অমি ৫২, মুমিনুল ৩০*, নাসির ৪১*, মইনুল ১/৪০, আরাফাত ১/২২।
ফল : গাজী গ্রæপ ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : পারভেজ রসুল (গাজী গ্রæপ)।

প্রাইম ব্যাংক-খেলাঘর
প্রাইম ব্যাংক : ৩০৭/৬ (৫০ ওভার), সৌম্য ৩৯, সাব্বির ৩৬, উন্মুক্ত চাঁদ ৩২, আল আমিন ১০৬*, জাকির ৫০, আরিফুলল ২৬*, ডলার ২/৬৭, সাদিকুর ১/১৫, সামছুল আলম ২/৬২, রবিউল ইসলাম ১/৩১।
খেলাঘর সমাজকল্যাণ সমিতি : ২৪৮/১০ (৪৭.১ ওভার), পাপ্পু ৪১, অমিত মজুমদার ৩৯, নাজমুস সাদত ৫৬, নাজিমুদ্দিন ৩০, আরিফুলজ্জামান সাগর ২৫, মাসুম খান ৩১, রুবেল ২/৩৫, নাজমুল ১/৫৩, নাহিদুল ২/৩১, উন্মুক্ত চাঁদ ২/৩৫, তাইবুর ১/৯।
ফল : প্রাইম ব্যাংক ৫৯ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : আল আমিন জুনি. (প্রাইম ব্যাংক)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন