শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

বড় হচ্ছে শ্রমিক কল্যাণ তহবিল

| প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : শ্রমিক কল্যাণ তহবিল বড় হচ্ছে। বর্তমানে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ২০৫ কোটি টাকা জমা হয়েছে। সরকার গঠিত শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৫ কোটি ৩৩ লাখ টাকা প্রদান করেছে ওয়ালটন ও যমুনা গ্রুপ। মঙ্গলবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর কাছে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ অর্থ হস্তান্তর করেন। বিদ্যমান শ্রম আইনের বিধান অনুযায়ী কোম্পানির প্রতি বছর ঘোষিত লভ্যাংশের ৫ শতাংশ পরিমাণ অর্থের ১০ শতাংশ সরকারের শ্রমিক কল্যাণ তহবিলে জমা রাখার নিয়ম। মঙ্গলবার ওই তহবিলে ওয়ালটন ৩ কোটি ৯৬ লাখ টাকা এবং যমুনা গ্রুপ ১ কোটি ৩৭ লাখ টাকা জমা দিয়েছে। চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শ্রম সচিব মিকাইল শিপার, বাংলাদশে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরচািলক ড. আনিসুল আউয়াল, ওয়ালটনের নির্বাহি পরিচালক এস এম জাহিদ হাসান, মো. সিরাজুল ইসলাম, যমুনা ওয়েলের জিওসিএল লেবার ইউনিয়নের সভাপতি মো. সেলিম সাধারণ সম্পাদক মো. ইয়াকুব উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন