বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

এবার পুলিশের হামলায় আরেক ব্যাংকের কর্মচারী আহত

প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : এবার পুলিশের হামলার শিকার হয়েছেন ব্যাংক এশিয়ার এক কর্মচারী। ভুক্তভোগীর নাম আইয়ুব আলী (৩৮)। গতকাল বুধবার শাহবাগ থানাধীন তোপখানা রোডে এ ঘটনা ঘটে। নিরাপরাধ পথচারী আইয়ুব আলীকে নির্যাতনের প্রতিবাদে স্থানীয় লোকজন বেপরোয়া ওই পুলিশ সদস্যকে গাড়িতে আটকে রাখে। পরে থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ভুক্তভোগীর কাছে ক্ষমা চেয়ে অভিযুক্ত পুলিশ সদস্য মাহাবুবকে ছাড়িয়ে নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে তোপখানা রোডের মেহেরবা প্লাজার সামনের রাস্তায় একটি মোটরসাইকেলের পেছন থেকে ধাক্কা দেয় শেকড় পরিবহনের যাত্রীবাহি বাস। এতে মোটর সাইকেলের চালক বাসের স্টাফদের সঙ্গে বিবাদে জড়ান। এ সময় বাসের চালক কৌশলে পালিয়ে যান। মোটরসাইকেল চালকসহ দুই যুবক গাড়িটি ভাঙচুর করে। যানজট দেখে এগিয়ে যায় পুলিশ। বাসযাত্রীরা পুলিশকে জানায়, বাসচালককে মারধরকারী নীল শার্ট পরা ছিল। এসময় ব্যাংক এশিয়ার মেহেরবা প্লাজার ব্রাঞ্চ থেকে ব্যাংকের নিজস্ব নীল রঙের ইউনিফর্ম পরে ওই পথ দিয়ে যাচ্ছিলেন আইয়ুব আলী। কনস্টেবল মাহবুব তাকে ধরেই মারধর করতে থাকে। স্থানীয়দের পরিচিত আইয়ুবকে অন্যায়ভাবে মারতে দেখে আশপাশের লোকজন পুলিশের ওপর ক্ষিপ্ত হয়। পুলিশ কনস্টেবল মাহবুবকে গাড়িতেই আটকে রাখেন তারা। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে ছুঁটে আসে। বিক্ষুব্ধ জনতা আবারও বাসটির সামনের গ্লাস ভাঙচুর করে। একপর্যায়ে ঘটনাস্থলে ব্যাংকের কর্মকর্তারাও আসেন। শাহবাগ থানার অপারেশন অফিসার শাহীন গিয়ে তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেন।
শাহবাগ থানার ওসি (তদন্ত) জাফরুল্লাহ বলেন, বিষয়টি ভুল বোঝাবুঝি। ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে মিটিয়ে ফেলা হয়েছে। আমরা তাদের কাছে ক্ষমা চেয়েছি। এদিকে ব্যাংক এশিয়ার সহযোগী প্রতিষ্ঠান ইরা ইফোটেক্স লি.-এর প্রধান নির্বাহী (সিইও) সেরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, পুলিশ ভুল বুঝে তাদের এক কর্মীকে মারধর করেছে। তারা বিষয়টি বুঝতে পেরে দুঃখপ্রকাশ করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন