বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নড়াইলে পুলিশ সুপার ও সিভিল সার্জনের বাসভবনের সামনে সড়ক দখল করে ব্যবসা

| প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

নড়াইল জেলা সংবাদদাতা : নড়াইলের পুলিশ সুপার ও সিভিল সার্জনের বাসভবনের সামনে সড়ক দখল করে সাইনবোর্ড টানিয়ে দীর্ঘদিন ইট, বালু ও খোয়ার ব্যবসা করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, সদর উপজেলার রতডাঙ্গা গ্রামের মোহনের ছেলে নোমান দীর্ঘদিন শহরের আলাদৎপুর এলাকায় এ ব্যবসা করছে। এ কারণে পথচারী ও যান চলাচলে বিঘœ ঘটছে। এ বিষয় নিয়ে পথচারীরা নোমানকে কিছু বলতে গেলে তিনি তাদের সাথে মারমুখী বা অসৌজন্যমূলক আচরণ করে। সড়ক দখল করার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এ ব্যাপারে নোমানের সাথে যোগযোগ করা হলে তিনি জানান, ‘সড়কের পাশে মালামাল রাখা হয়েছে, এতে পথচারীদের কোন সমস্যা হচ্ছে না’। অপরদিকে, নড়াইলের সচেতন মহল এ ব্যাপারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন