বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নেত্রকোনায় ৬০ ট্রেন যাত্রীকে জরিমানা

| প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা : বিনা টিকেটে ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনে ভ্রমণের দায়ে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় নেত্রকোনা বড় স্টেশনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬০ যাত্রীকে জরিমানা করা হয়েছে। নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আজিজ হায়দার ভুঁইয়া ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে বিনা টিকিটের যাত্রীদের এই জরিমানা করেন।
স্টেশন সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনটি সকাল সাড়ে ৯ টার দিকে নেত্রকোনা জেলা শহরের বড় স্টেশনে পৌঁছে। এ সময় বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ৬০ জন যাত্রীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আজিজ হায়দার ভুঁঁইয়া আটক প্রত্যেক যাত্রীকে জরিমানা করেন। এ সময় জেলা প্রশাসনের এনডিসি প্রনয় কুমার চাকমা, ম্যাজিস্ট্রেট সারোয়ার কামাল, ম্যাজিস্ট্রেট সায়দা পারভীন ও সুজন চন্দ্র রায় উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালত আটককৃত যাত্রীদের কাছ থেকে নগদ নয় হাজার দুইশত টাকা জরিমানা আদায় করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন