বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশের দুই এসআই নিহত

প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ট্রাক সড়ক দুর্ঘটনায় থানার দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই দুই পুলিশ কর্মকর্তা দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার রাজারামপুর গ্রামের আবদুস সাত্তারের ছেলে উপ-পরিদর্শক (এসআই) ছাদেকুল ইসলাম (৩২) ও জয়পুরহাটের ধীরতি সূতিঘাট গ্রামের শাজাহানের ছেলে সার্জেন্ট (শিক্ষানবিশ) আতাউল ইসলাম (২৬)। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, সোনামসজিদ বন্দর থেকে ছেড়ে আসা ট্রাকে মাদকদ্রব্য রয়েছে বলে এমন গোপন সংবাদ পেয়ে ওই দুই পুলিশ কর্মকর্তা প্রথমে কানসাট গোপালনগর মোড়ে ট্রাকটি থামানোর জন্য সিগন্যাল দেয়। ট্রাক চালক সিগন্যাল অমান্য করে ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই পুলিশের দুই কর্মকর্তা মোটর সাইকেল যোগে ট্রাকটিকে ধাওয়া করে। এসময় পল্লী বিদ্যুৎ মোড়ের কাছে এসে ট্রাকের সামনে গিয়ে ট্রাকটির গতিরোধ করার চেষ্টা করে। কিন্তু ট্রাক চালক তাদের চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থলে থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এতে ঘটনাস্থলে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে। এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শেষ সংবাদ পাওয়া পর্যন্ত ঘাতক ট্রাকের কোন সন্ধান পায়নি পুলিশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন