শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

নতুন কোচে সাগরদাঁড়ি এক্সপ্রেস

রেলমন্ত্রী আজ উদ্বোধন করবেন খুলনায়

| প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : এবার নতুন কোচে লাল-সবুজ হচ্ছে খুলনা-রাজশাহী রেলপথের সাগরদাঁড়ি এক্সপ্রেস। আজ দুপুরে খুলনা রেলস্টেশনে এই ট্রেনের উদ্বোধন করবেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক। ভারত থেকে আমদানি করা এলএইচবি কোচে সাজানো হয়েছে সাগরদাঁড়ির ডেক।
রেলওয়ে সূত্র জানায়, আজ বেলা ২টায় খুলনা রেলওয়ে স্টেশনে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেসের উদ্বোধন করবেন রেলমন্ত্রী। উদ্বোধনের আগে খুলনা রেলস্টেশনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যও রাখবেন তিনি। খুলনা-রাজশাহী রেলপথে সাগরদাঁড়ি এক্সপ্রেস খুবই জনপ্রিয় একটি ট্রেন। যাত্রীতে ঠাসাঠাসি হয়েই চলাচল করে ট্রেনটি। লাল-সবুজ কোচ যুক্ত হওয়ার পর ট্রেনটিতে যাত্রী আরও বাড়বে। এর আগে রেলমন্ত্রী একই রেলপথের নতুন কোচে কপোতাক্ষ এক্সপ্রেসের উদ্বোধন করেন রাজশাহী রেলস্টেশনে। সাগরদাঁড়ি ছাড়াও খুলনা-চিলাহাটি রেলপথের সীমান্ত এক্সপ্রেস পাচ্ছে অবমুক্ত সাদা কোচ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন