শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাণীশংকৈলে ইটভাটায় পুড়ছে কাঠ ধ্বংস হচ্ছে বৃক্ষ-ফসলের মাঠ, প্রশাসন নিরব!

| প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সদর থেকে প্রায় কোয়াটার মাইল পূর্বে একটি বিলের মধ্যে কুলীক নদীর তীরে সারিবদ্ধ ভাবে প্রায় ৮-১০ টি ইটভাটা স্থাপন করে ব্যবসা করছে একশ্রেণির প্রভাবশালী ব্যক্তিরা। সরকারী নিয়মনীতিকে তোয়াক্কা না করে অবাধে একাধিক গড়ে উঠেছে ইটভাটা। ইটভাটায় অবৈধভাবে হাজার হাজার মন কাঠ পুড়ছে। বৃক্ষ নিধন করায় পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়ছে।
এতে করে আবাদী জমি নষ্ট হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে, ফলবান বৃক্ষের ফল কমে গেছে, শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অজ্ঞাত কারণে প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। এদিকে মীরডাঙ্গী বাজারের ১ কি. পূর্বে নতুন ভাটার নির্মাণ কাজ শুরু হয়েছে। ইটভাটা বন্ধের জন্য মীরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসানসহ ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং সচেতন মহল ইতো মধ্যে ইউএনও বরাবর সহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দায়ের করেছে। এছাড়াও রাজোর এলাকার রুহুল আমিনের আর,বি,বি ইটভাটা দ্বারা বায়ু দূষণ হওয়ায় কৃষকের ফসল হুমকির মুখে পড়ায়, ওই এলাকার কৃষক আব্দুল বাসেদ অভিযোগ দায়ের করে। এধরণের একাধিক অভিযোগ রয়েছে এসব ইটভাটার বিরুদ্ধে। উপজেলার নিকটে অধিকাংশ ইটভাটা হওয়ায় ধবংশ হচ্ছে সবুজ গাছপালা ও আবাদী ফসলের জমি।
সরে জমিনে দেখাগেছে, ইটভাটার মালিকরা কয়লার পরিবর্তে কাঠ, বাসের মুড়া, টায়ার পুড়ানোর পাশাপাশি শিশু বাচ্চাদের দিয়ে অনেক কঠিন পরিশ্রমের কাজ করিয়ে নিচ্ছে। অপরদিকে কারণ ছাড়াই ইটভাটা মালিকরা সেন্ডিকেট করে ইটের দাম বাড়িয়ে অধিক মূনাফা ক্রেতাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে দেখার কেউ নেই। সূত্র জানিয়েছে, কতিপয ব্যক্তিদের ম্যানেজ করে এসব অনিয়ম ভাবে ইটভাটার মালিকরা ব্যবসা করে যাচ্ছে। এপ্রসঙ্গে জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন, বিষয়টি তিনি দেখবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাঃ নাহিদ হাসান বলেন, সরে জমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ইটভাটা মালিক সমিতির সভাপতি আহম্মদ হোসেন বিপ্লব বলেন-সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টি দেখবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন